Showing posts with label নীলফামারী. Show all posts
Showing posts with label নীলফামারী. Show all posts

চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সকলের দোয়া প্রার্থী আপেল বসুনীয়া

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 16, 2024 | 5/16/2024 12:06:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন দৈনিক আজকালের খররের চিলাহাটি প্রতিনিধি এবং চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়া)।
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর আগে তিনি পর পর দুইবার চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে সাপ্তাহিক দাগ ও আঞ্চলিক দৈনিক আজকের প্রতিভা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন তিনি। 
(২০০৯-২০১১) সাল পর্যন্ত তিনি সাবের হোসেন চৌধুরী (খোকার) প্রকাশিত দৈনিক দিনের শেষে পত্রিকায় কাজ করেছিলেন।
এরপর রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকায় (২০১০-২০১৩) সাল পর্যন্ত কাজ করছিলেন।
২০১১ সালে তিনি দেশবন্ধু গ্রুপের দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ করার মাধ্যমে প্রথম শ্রেণির জাতীয় পত্রিকায় কাজ শুরু করেন।
২০১২ সালের ১৬ই ডিসেম্বর তিনি চিলাহাটি ওয়েব ডটকম নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদনা শুরু করেন। (২০১২-২০১৩) সালে তিনি আজিজুর রহিম পিউ সম্পাদিত রংপুর থেকে প্রকাশিত দৈনিক বাহের সংবাদে কাজ করেছিলেন। এর পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জলঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক বিকশিত বাংলায় কাজ করছিলেন।
সর্বশেষ তিনি নীলফামারী জেলার স্থানীয় দৈনিক নীলসীমান্ত পত্রিকায় ২০১৫ সাল থেকে মাত্র ৩ বছর কাজ করেছিলেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

ডোমারে মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে সফল কৃষক

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমার উপজেলার মিরজাগঞ্জে পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে সফল হয়েছেন নুর ইসলাম ও তার স্ত্রী ডেইজি বেগম।
সমন্বিত কৃষি ইউনিটের (কৃষিখাত)এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় তিনি আধুনিক পদ্ধতিতে জিরা মরিচ চাষ করেছন। এই পদ্ধতির ব্যবহারে গাছের কোনো রোগবালাই হচ্ছেনা, আগাছা না উঠার কারণে গাছ নিরাপদ থাকছে। এছাড়াও গাছে ফলন বেশি ও গাছের জীবন দীর্ঘ হয়। ফলে এই অঞ্চলে মালচিং পদ্ধতি জনপ্রিয়তা পাচ্ছে।
মিরজাগঞ্জ এলাকার কৃষক নুর ইসলাম জানান- জমির মাটিতে জৈব ও রাসায়নিক সারের মিশ্রন করে বেড তৈরী করি। তারপর সেখানে মালচিং পেপার ব্যবহার করে তাতে ছিদ্র করে মরিচের চারা রোপন করা হয়। এছাড়াও জমিতে আগাছা নেই, গাছের রোগবালাই নেই। তিনি আশা করেন ফলন বেশি হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম বলেন সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় ডোমার উপজেলার অনেক কৃষক মালচিং পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত হয়েছে। কৃষকরা লাভবান হচ্ছেন। অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।

চিলাহাটি প্রেসক্লাব আগামী দিনে কার হাতে

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 14, 2024 | 5/14/2024 12:24:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী এলাকার চিলাহাটি প্রেসক্লাবের নির্বাচন আগামী ১৮ই মে।
এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন হাড্ডাহাড্ডি লড়াই করছেন। কে হবে আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে জনমনে গুঞ্জন শোনা যাচ্ছে।
সভাপতি পদে লড়ছেন দৈনিক নয়া দিগন্তের ডোমার প্রতিনিধি চিলাহাটির সাংবাদিকের গুরু এবং চিলাহাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু।
বাকি ৩ জন হলেন- সাবেক সহ: সভাপতি দৈনিক আলোকিত সকাল এর প্রতিনিধি ওহাবুল হক। যিনি সাংবাদিকতার পাশাপাশি চিলাহাটি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতিও।সাবেক সহ: সভাপতি এ.আই.পলাশ। যিনি দীর্ঘদিন থেকে দৈনিক যুগের আলো পত্রিকায় সাংবাদিকতা করছেন। সাবেক সহ:সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। যিনি দৈনিক দেশের পত্র, আমাদের অর্থনীতি ও অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এ কাজ করছেন। 
সাধারণ সম্পাদক পদে ২ জন লড়ছেন। যারা হলেন- দৈনিক আজকালের খবর পত্রিকার চিলাহাটি প্রতিনিধি এবং অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়া)। তিনি পরপর দুইবার চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
অপর আরেক প্রার্থী হলেন সাবেক সাধারণ সম্পাদক দৈনিক খবর পত্র পত্রিকার চিলাহাটি প্রতিনিধি আশরাফুল হক কাজল। তিনি সাংবাদিকতার পাশাপাশি লুনা স্টুডিওর পরিচালক। জনমনে গুঞ্জন উঠেছে কে হবে আগামী দিনের প্রেসক্লাবের কর্ণধর। প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে নতুনের আগমন ঘটুক এ প্রত্যাশা সুধী মহলের।

ডিমলায় ৯ম শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষন : আটক দুই

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, May 13, 2024 | 5/13/2024 11:43:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের পঁচারহাট গ্রামের মেয়ে ও ডিমলা টেকনিক্যাল (বিএসআই) স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী (১৪) কে উপজেলা সদরের (শীব মন্দির) পাড়া এলাকার শ্রী কৈলাশ দাস ওরফে মঙ্গলুর বাড়ীর একটি শয়ন ঘরে নিয়ে গিয়ে শ্রী কৈলাশ দাস মঙ্গুর ছেলে শ্রী প্রমিত দাস (১৭), ডাঙ্গারহাট গ্রামের রোস্তম আলীর ছেলে মোঃ আদিল শাহারিয়ার (১৭) ও বাবুরহাট গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মোঃ সাইদুজ্জামান সৈকত(১৭) মিলে জোর পূর্বক ধর্ষন করে এবং মোবাইলে ধর্ষনের ভিডিও চিত্র ধারন করে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর বাবা তিনজনকে আসামী করে ডিমলা থানার ধর্ষন মামলা দায়ের করেন। ডিমলা থানা ও এজাহার সুত্রে জানাযায়, এজাহার নামীয় ১ নং আসামী শ্রী প্রমিত দাস দির্ঘদিন যাবত প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে বিরক্ত ও উত্ত্যক্ত করে আসছিলো। ওই ছাত্রী তার প্রস্তাবে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে এজাহার নামীয় আসামীগণ গত (১১মে শনিবার) প্রতি দিনের ন্যায় ছাত্রী বিদ্যালয়ের ক্লাশ শেষে ওই বিদ্যালয়েই প্রাইভেট শেষ করে বাড়ী ফেরার পথে ডিমলা স্টারল্যান্ড স্কুলের সামনে পৌছালে পূর্বহতে ওতপেতে থাকা আসামীগণ তার পথরোধ করে ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে ডিমলা ফজিলাতুন্নেছা স্কুলের পিছনে পরিত্যাক্ত একটি টয়লেটের পার্শ্বে নিয়ে গিয়ে কু-প্রস্তাব দেয়। ছাত্রীটি তাদের কু-প্রস্তাবে রাজি না হলে আসামী সাইদুজ্জামান সৈকত ছাত্রীকে জোর পূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানী করে এবং অপর ২ নং আসামী ভিডিও চিত্র ধারন করে। এবং আসামীগণ ওই ছাত্রীকে তাদের প্রস্তাবে রাজি না হলে ধারনকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে। পরবর্তিতে ১ ও ২ নং আসামী ১নং আসামী শ্রী প্রমিত দাসের বাড়ীর একটি শয়ন ঘরে নিয়ে গিয়ে গণধর্ষন করে। এবং ২নং আসামী ঘরের বাহির হতে জানালা দিয়ে ধর্ষনের ভিডিও চিত্র ধারন করে। এ ব্যাপারে ডিমলা থানার ওসি দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার পিতার অভিযোগের ভিত্তিতে এজাহার নামীয় ২ নং আসামী আদিল শাহারিয়ার ও ৩নং আসামী সাইদুজ্জামান সৈকতকে গ্রেফতার করে সোমবার নীলফামারী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং অপর আসামীকে গ্রেফতারে চেষ্ট অব্যাহত রয়েছে।

চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক আজকালের খররের চিলাহাটি প্রতিনিধি এবং চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়া)।
রবিবার দুপরে তিনি এ মনোনয়নপত্র জমা দিন। এর আগে তিনি পর পর দুইবার চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে সাপ্তাহিক দাগ ও আঞ্চলিক দৈনিক আজকের প্রতিভা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন তিনি।

প্রচন্ড তাপদাহর সাথে পাল্লা দিয়ে চলছে নেসকো’র সীমাহীন লোডশেডিং

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 12, 2024 | 5/12/2024 06:53:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় অনাবৃষ্টির কারনে প্রচন্ড পরিমানে তাপদাহর সাথে নেসকোর’র সীমাহীন লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া শ্রমিক শ্রেনীর মানুষেরা পড়েছে চরম বিপাকে চলমান তাপদাহের কারনে অনেকে হিটষ্ট্রক করে মৃত্যুবরন করেছেন।
ডিমলায় গত কয়েক সপ্তাহ থেকে চলছে প্রচন্ড তাপদাহ। বিভিন্ন ফসলি জমি পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। কেউ কেউ শ্যালো মেশিন ও গভীর নলকুপ দিয়ে ফসল বাচাতে জমিতে পানি জমিয়ে রাখার চেষ্টা করছে। তবে এতে ডিজেলের দাম বেশী হওয়ায় কুলিয়ে উঠতে পারছেন না বেশির ভাগ মানুষ। প্রখর রোদে নিত্যান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।
ডিমলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক বাবুল হোসেনের দেয়া তথ্য অনুযায়ী রোববার সকালে তাপমাত্রাছিল ৩১.২ ডিগ্রি যা দুপুরের পরে বাড়বে বলে জানিয়েছেন। ডিমলা সরকারি হাসপাতাল কতৃপক্ষ সুত্রে জানাযায় বর্তমান তাপদাহর কারনে এবং অতিরিক্ত গরমে নানান রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সি শত শত মানুষ হাসপাতালে প্রাথমকি চিকিৎসার জন্য ভিড় করছেঅ আনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যেিচ্ছন। আবার অনেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর দিন দিন হাসপাতালে রোগির সংখ্যা বেড়েই চলছে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান চিলাহাটি ওয়েবকে জানান- চলমান প্রচন্ড তাপদাহের কারনে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। রোগীর সখ্যাও বাড়ছে। আমরা আমাদের সাধ্যমত দিনরাত ২৪ ঘন্টা রোগীদের যথাসাধ্য চিকিৎসা সেবা প্রদান করে আসছি। এবং ডিমলা স্বাস্থ্য অধিদপ্তর সব সময় সজাগ রয়েছে।
এদিকে বৃষ্টির আশায় মাঠে ময়দানে, মসজিদে ইসতিসকার নামাজ আদায় করছেন উপজেলার বিভিন্ন এলাকায়। শহরের পাকা সড়কগুলো উত্তপ্ত হয়ে ওঠেছে। কোথাও কোথাও সড়কের পিচ গলে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায়র ফলে বাসাবাড়ীর নলকুপে পানি কম উঠছে। কোন কোন বাসার নলকুপ দিয়ে পানি বেরই হচ্ছে না। গরমে মানুষ একটু স্বস্তি পেতে বিভিন্ন প্রকার শরবত, আখের রস, ঠান্ডা পানির দিকে ঝুকছেন। একদিকে চলছে প্রচন্ড তাপদাহ অপরদিকে সারাদিন রাত (নেসকো’র) ঘনঘন বিদ্যুতের লোডশেডিং এর কারনে মানুষ অসহায় হয়ে পড়েছে। কিন্তু এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা। এতে করে বিষিয়ে তুলেছে জনজীবন।
অটোচালক আলম চিলাহাটি ওয়েবকে জানান- প্রচন্ড রোদে মানুষ বের হচ্ছে না। ফলে ভাড়া কমে গেছে। তাছাড়া রোদে অটো পামচার হচ্ছে বেশি। রিক্সা চালক মশিয়ার রহমান জানায়, গত এক সপ্তাহে তার রিক্সার চাকা পামচার হয়েছে তিন বার। অতিরিক্ত গরমে টায়ার টিকছে না।
ব্যকসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে থাকলেও ক্রেতা শুন্য বাজার। মালিক পক্ষ কর্মচারীদের বেতন দিতে গিয়ে লোকশান গুনছে। নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনওয়াজ হোসেন শানু বলেন, তাপদাহ অব্যাহত থাকার কারণে বাস রিক্রা ভ্যানে যাত্রী কমে গেছে। ফলে আয় কমেছে।
জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমতাজ আলি চিলাহাটি ওয়েবকে জানান- তীব্র তাপদাহের কারণে বাসে দেখা দিয়েছে যাত্রী সংকট। ফলে নির্ধারিত চলাচলের টিপ অমিট করতে হচ্ছে। যার কারণে শ্রমিকরা অর্থনৈতিক সংকটে খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিন পার করছে।

চিলাহাটিতে মে দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, May 1, 2024 | 5/01/2024 05:42:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে শ্রমিক সংগঠন গুলো তাদের দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করে। পরে র‌্যলি, আলোচনা সভা, মিলাদ মাহফিল,দোয়া ও তোবারক বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালিত করেন।
র‌্যালি শেষে নির্মান শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে বক্তব্য রাখেন- সভাপতি মাহাবুবুল আলম ওহাবুল, সহ-সাধারণ সম্পাদক আজম আলী প্রমানিক। ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়নের জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক-লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সভাপতি আলমগীর হোসেন। এছাড়াও চিলাহাটি মটর শ্রমিক ইউনিয়ন, মাইক্রো- বাস শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।

বাউ মুরগি পালনে স্বাবলম্বী চিলাহাটির নারীরা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 29, 2024 | 4/29/2024 02:10:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সর্ব উত্তরের জেলা নীলফামারীর সীমান্তবর্তী এলাকা চিলাহাটির নারীরা সাংসারিক কাজের পাশাপাশি গরু, ছাগল,হাঁস ও মুরগি পালন করে নিজেরাই হচ্ছে স্বাবলম্বী। দেশের সামগ্রিক অর্থনীতিতে পুরুষের পাশাপাশি বড় ভূমিকা রাখছেন নারীরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন তারা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে ও সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের নিরাপদ মাংস উৎপাদনে জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালনের জন্য নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির বিভিন্ন এলাকার বেশ কিছু মহিলাকে বেছে নেয়। তাদের প্রত্যেককে ৪৩ দিনের জন্য ১৫০টি করে মুরগি পালনের জন্য দেয়া হয়। তারা গৃহস্থালী কাজের পাশাপাশি বাউ মুরগি পালন করে নিজেরাই এখন স্বাবলম্বী হয়েছেন।
মুরগি পালনকারী চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কাঠালতুলী গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী পারভীন আক্তার বলেন- প্রশিক্ষণ শেষে সংস্থা থেকে আমাকে ১৫০টি বাউ মুরগি পালনের জন্য দেয়া হয়েছিল। বাউ মুরগি পালনে কোনো সমস্যা হচ্ছে না। রোগ-বালাই নেই বললেই চলে। এই মুরগি পালনে সুবিধা হলো দেশি মুরগির তুলনায় অল্প দিনে বাজারজাত করা যায় এবং অন্য মুরগির তুলনায় ওজন ভালো আসে।
চিলাহাটির আবুল মেম্বারের চৌরাস্তার মনি আক্তার নামের অপর এক নারী খামারি চিলাহাটি ওয়েবকে জানান- আমার স্বামীও আমার এ কাজে যথেষ্ট সহযোগিতা করে। আর্থিকভাবে উন্নতি হচ্ছি বলেই স্বামী এ সহযোগিতা করছে। আমার মুরগি গুলি পাইকাররা এসে বাসা থেকে নিয়ে গেছে এবং এতে আমি বেশ লাভবান হয়েছি। এ মুরগির নষ্ট হবার বা মারা যাবার ভয় নেই। এছাড়াও আমাদের স্থানীয় বাজারে এর যে চাহিদা তৈরি হয়েছে তাই আবারো বড় আকারে এ মুরগির খামার করবো আমি।
সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন- বাউ মুরগি এখন সবার কাছেই পরিচিত। খেতে সুস্বাদু, মৃত্যুহার কম, উৎপাদন বেশি হওয়ারর কারণেই খামারি ও ভোক্তা পর্যায়ে এর চাহিদাও অনেক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ মুরগি লালন-পালনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক চিলাহাটি ওয়েবকে বলেন- পিকেএসএফ ও শার্প প্রাণিসম্পদ বিষয়ে ব্যাপক কাজ করে। তারই ধারাবাহিকতায় ১০০ জন মহিলাকে প্রশিক্ষণ দিয়ে বাউ মুরগি পালনে উদ্বুদ্ধ করেছে। বাউ মুরগির বাচ্চা বড় হয় সন্তোষজনকভাবে এবং মৃত্যুর হার কম। ৪৩ দিনের মধ্যে এ বাচ্চা ৯০০গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে।
তিনি আরও জানান- একেকটি মুরগি ২ থেকে ২.৫ কেজি মতো খাদ্য গ্রহণ করে। সব মিলিয়ে একটি মুরগি পালনে ব্যয় হয় ২০০ থেকে ২১০ টাকা। সেটা বিক্রি হয় কেজি প্রতি ২৬০ থেকে ২৭০ টাকা। এভাবে যদি কেউ ১০০ মুরগি পালন করে তাহলে ব্যয় বাদে ৮ থেকে ১০ হাজার টাকা লাভ হবে। এ মুরগি পালনে গ্রামীণ পুষ্টি ও আমিষের অভাব পূরণসহ দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 24, 2024 | 4/24/2024 08:05:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।
কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে চিলাহাটিসহ সারাদেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী জেলার চিলাহাটির ঐতিহ্যবাহী সব্দিগঞ্জ ঈদগাঁও ময়দানে প্রায় শতাধিক মুসল্লি নিয়ে নামাজ আদায় করা হয়।
মোনাজাতের আগে দুই রাকাআত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন চিলাহাটির সর্বস্তরের জনগণ। 
সব্দিগঞ্জ ঈদগাঁও মাদ্রাসার আয়োজনে এ দোয়ার আয়োজন করা হয় বলে ময়দান কমিটির সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম মিল্লাল এ কথা জানান।

চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 17, 2024 | 4/17/2024 04:56:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কাওলা গ্রামের ইয়াসমিন/মনজুরুল ও মিনু আক্তার/ লিপু এর বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে এ খামার দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত খামার দিবসে সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন হাঁস পালনের উপকারিতা, হাঁস পালনের জন্য সুষম খাদ্য ব্যাবস্তাপনা কিভাবে করতে হয়, হাঁস পালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, বাজার ব্যবস্থাপনসহ ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ে খামারিদের অবহিত করেন।
উক্ত অনুষ্ঠানে ৮০ জন নারী/পুরুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।

নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 8, 2024 | 4/08/2024 05:00:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগায় ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে।
ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৬০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। ময়দান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭১২ সালে এ ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির ওপর ময়দানটির সম্প্রসারণ ঘটেছে। ময়দানের ৭৬টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা।
প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় ৫০০ জন। এ ঈদগাহ ময়দানেভোগডাবুড়ি ইউনিয়নের শব্দিগঞ্জ এলাকার এ ময়দানে ভোগডাবুড়ি এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারীতে আর হয় না।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান চিলাহাটি ওয়েবকে জানান- আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঈদগাহ ময়দানে নির্বিঘ্নে নামাজ আদায়ে পুলিশ দায়িত্ব পালন করবে।
বিশেষ করে শব্দিগঞ্জ ময়দানটি অনেক বড় হওয়ায় সেখানে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে তিনি এ কথা জানান।

চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, April 5, 2024 | 4/05/2024 07:04:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি'র খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মসজিদ পরিচালনা কমিটি ও জামাত বাসীর আয়োজনে খানকায়ে করামতিয়া মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আর্মি, ইবতেদায়ী মাদ্রাসা সাধারণ সম্পাদক একেএম আবুল খায়ের কিবরিয়া, সমাজসেবক আবুল কালাম আজাদ।
দোয়া পরিচালনা করেন- খানকায়ে কেরামতিয়া শরীফ কমপ্লেক্সে এর বোডিং সুপার শওকত আলী।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান ইসলাম।

চিলাহাটির সীমান্তে মরা গরুর মাংস বিক্রি : আটক করলেন জনতা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 05:37:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির সীমান্তবতী বিওপি বাজারে রাতের আধারে মরা গরু মাংস বিক্রি কালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে। গত রবিবার রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজারে এ ঘটনাটি ঘটে। আটককারী বিক্ষুব্ধ জনতারা চিলাহাটি ওয়েবকে জানান- রবিবার সকালে পার্শ্ববতী খলিলের ছেলে মমিনুলের গোয়াল ঘরে একটি গরু মারা যায়। এই সংবাদ পেয়ে বিওপি বাজারের মাংস ব্যবসায়ী লেবু মিয়া তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে মমিনুলের বাড়িতে গিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। ওই দিনেই সন্ধ্যার পর লেবু তার লোকজনদের নিয়ে মমিনুলের গোয়াল ঘর থেকে মৃত গরুর মাংস নিয়ে এসে বিওপি বাজারে বিক্রি শুরু করে। রাতের আঁধারে গরুর মাংস বিক্রি করতে দেখে উৎফুল্ল জনতা ওই মাংস দোকানের কাছে ভিড় জমায়। এ সময় বিক্রিকৃত মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে নানা আলোচনায় সমালোচনার ঝড় শুরু হয়। এক পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নের ইউ,পি সদস্য আব্দুল খালেক, আমিনার রহমান, কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বার মায়া বেগমের সহযোগিতায় গরুর মালিক মমিনুলকে বাড়ী থেকে ডেকে নিয়ে আসা হয়। মমিনুল বিওপি বাজারের উৎপন্ন জনতার সামনে স্বীকার করেন তার গরুটি মৃত। মাংস ব্যবসায়ী লেবু আমাকে লালসা দেখিয়ে ওই গরুর মাংস কেটে নিয়ে আসে। সংবাদ পেয়ে ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধহীন মাংস গুলি ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে চাইলে উপস্থিত জনতারা বিক্ষোভ করতে থাকে। চেয়ারম্যানের এ সিদ্ধান্তের বিষয়টি প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসি কে বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে চেয়ারম্যান প্রতিবাদকারী জনতাকে এই ঘটনা সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে মাংস গুলি মুক্তিরহাট বাজারে পুকুরের ধারে পুতে ফেলে। মাংস ব্যবসায়ী লেবু মিয়া ও গরুর মালিক মমিনুল ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসির উদ্বৃত্ত দিয়ে চিলাহাটি ওয়েবকে বলেন- মাংস ব্যবসায়ী লেবু ভোগডাবুড়ী ইউনিয়নে আর কোনদিন মাংস বিক্রি করতে পারবেনা। এই ঘটনার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিলাহাটি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির পেশাদার সাংবাদিকদের সংগঠন চিলাহাটি প্রেসক্লাবের পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ২৫ মার্চ বিকালে চিলাহাটি ডাকবাংলা হলরুমে চিলাহাটি প্রেসক্লাবের আয়োজনে কমিটি বিলুপ্ত ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।
চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৩০ এপ্রিল এর মধ্যে নতুন কমিটি গঠন এর জন্য আহসানুল কবীর জুয়েল ও আশরাফুল হক কাজলকে সার্বিক দায়িত্ব পালন করার অনুমতি দিয়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

চিলাহাটিতে আমের মুকুলে ভরে গেছে গাছ, বেশি ফলনের সম্ভাবনা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 31, 2024 | 3/31/2024 01:08:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে আমের মুকুলে ভরে গেছে গাছ। রঙিন বনফুলের সমারোহ প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সমাজে।
গ্রামবাংলার সর্বত্রই এখন এমনই দৃশ্য। মৌমাছির গুণগুণ শব্দে ফুলের রেণুকা থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ এ অনুরুপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। গতবছরের তুলনায় এবার বেশি ফলনের আশা দেখছেন এলাকাবাসী।
বসন্তের আগমনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। সুমিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। এ যেন মুকুলের স্বর্গরাজ্য। বসন্তের শুরু থেকেই মুকুলে মুকুলে শোভা পাচ্ছে পুরো উপজেলার আম গাছগুলো। ষড়ঋতুর এই বাংলাদেশে পাতাঝরা ঋতুর রাজা বসন্ত।
প্রতিবারের মতো শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো ঋতুরাজ বসন্ত।
চিলাহাটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সদ্য মুকুল ফোটা দৃশ্য এখন ইট পাথরের শহর থেকে শুরু করে বিস্তৃত গ্রাম্য জনপদেও। বেশির ভাগ ইউনিয়ানের গ্রামগুলোতে মুকুলে ছেয়ে গেছে।

স্বাধীনতার দিনে পরিবর্তন হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 25, 2024 | 3/25/2024 04:53:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে রাজশাহী চলাচলকারী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পরিবর্তন হচ্ছে ২৬ মার্চ।
দীর্ঘ ৯ বছর চিলাহাটি থেকে চলাচলের পর সাদা রেকে চলাচল করবে এ ট্রেনটি। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পুরনো রেক বদলে আগামী ২৬ মার্চ থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ইন্দোনেশিয়ান সাদা রঙের কোচের রেক নিয়ে চলাচল করবে।
ইন্দোনেশিয়ান (সাদা) কোচ দিয়ে চিলাহাটি-রাজশাহী-চিলাহাটি রুটে চলাচল করা ৭৩২/৭৩১ নম্বর আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নতুন মার্শালিংয়ে চলাচলের প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।
যা আগামী ২৬ মার্চ (মঙ্গলবার) চিলাহাটি থেকে ছেড়ে আসা ৭৩২ নম্বর ট্রেনের মাধ্যমে কার্যকর হবে। নতুন রেক কম্পোজিশন, মার্শালিং ও আসন সংখ্যা অনুযায়ী ট্রেনে ১২টি কোচ থাকবে।
এর মধ্যে ২টি শোভন শ্রেণির আসন যুক্ত ডাইনিং কারে (ডব্লিউইসিডিআর) ৫১টি করে ১০২টি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কারে (ডব্লিউজেসি) ৪৮টি, একটি শোভন শ্রেণির আসনসহ পাওয়ার কারে (ডব্লিউইপিসি) ১৬টি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচে (ডব্লিউজেসিসি) ৮০টি, ৭টি শোভন চেয়ার কোচে (ডব্লিউইসি) ৯২টি করে মোট ৬৪৪টি আসন থাকবে।
পুরো রেকে মোট আসন হবে ৮৯০টি। চিলাহাটি স্টেশনে রেকের 'ঠ' প্রান্তে ইঞ্জিন সংযোজিত হবে।
উল্লেখ্য- দীর্ঘদিন এই ট্রেনটি রাজশাহী থেকে নীলফামারী চলাচলের পর ২০১৫ সালের ১৫ জানুয়ারি এ টেনটি রাজশাহী-চিলাহাটি চলাচল করছে।

চিলাহাটিতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, March 23, 2024 | 3/23/2024 04:02:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের বিরুদ্ধে।
জানা গেছে- জেলার চিলাহাটির মুক্তিরহাটে ডাঙ্গাপাড়া পূর্ব ভোগডাবুড়ী বাংলাদেশ রাইফেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিটুল, দুই সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও কারিমুল ইসলাম মিল্লাল গত শুক্রবার (২২ মার্চ) রাতের আঁধারে রেললাইন সংলগ্ন এলাকা থেকে ৭টি ইউকালেক্টর গাছ কর্তন করে।
এ সময় এলাকাবাসী বাধা দিতে গেলে সহকারী শিক্ষক কারিমুল ইসলাম মিল্লাল এলাকাবাসীকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। রাতের আঁধারে গাছ নিয়ে আসার সময় সাহার মোড় নামক এলাকায় স্থানীয় ব্যক্তিবর্গ আটক করলে এক পর্যায়ে সেখানে বাক-বিতর্কের সৃষ্টি হয়।
এক পর্যায়ে সবকিছু ম্যানেজ করে ওই তিন স্কুল শিক্ষক গাছগুলো স্থানীয় পাইকারের কাছে বিক্রি করে দেন। জানতে চাইলে ওই স্কুল শিক্ষকরা এ ব্যাপারে কথা বলতে নারাজ।
বাংলাদেশ রেলওয়ে পাকসি ডিভিশন এসএসএই (আইডব্লিউ) শরিফুল আজিম জানান- রেল সেন্টার থেকে যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে এটা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আমি প্রয়োজনের ব্যবস্থা নেব। আর যদি রেলের জায়গায় না হয় তাহলে ওই শিক্ষকরা টেন্ডার ছাড়া গাছ কাটতেই পারবেনা।
সুধী মহল জানান- ঠিক ইফতারের সময়ে ওই শিক্ষকদের বিক্রি করা গাছ পাইকার কাটে। এ ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি গাছ কাটার ব্যাপারে কথা বলবেন না বলে জানান।

এক বছরের মাথায় চিলাহাটি এক্সপ্রেস কোচ লক্কড়ঝক্কড়

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী এলাকায় চিলাহাটি বাসীর দীর্ঘদিনের প্রানের দাবির প্রেক্ষিতে চিলাহাটি-ঢাকা দিবাকালীন চিলাহাটি এক্সপ্রেস নামে আরেকটি আন্তঃনগর ট্রেন চালু করা হয়।
কিন্তু বছর যেতে না যেতেই চাকা ক্ষয়ে বাঁকা হয়ে যাওয়া, রানিংয়ে এক্সেল কয়েল স্প্রিং ভেঙে পড়া, রুফ সিলিং খুলে যাওয়াসহ কোচগুলোতে নানা সমস্যা দেখা দিয়েছে। যাত্রীদের ভাষায় টেনটি লক্কড়ঝক্কড়।
২০২৩ সালের ৪ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি চলাচলের উদ্বোধন করেন।
জানা যায়- উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চীনের থাংশানের কোম্পানি সিআরআরসি থেকে প্রায় ১ বছর আগে এ ট্রেনের কোচগুলো আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী এসব কোচের ওয়ারেন্টি ২ বছরের। কিন্তু কোচগুলো ট্রেনে যুক্ত করার পরপরই দেখা দিয়েছে নানা সমস্যা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রেন পরীক্ষক (টিএক্সআর) বলেন- কোচের চাকা স্বাভাবিকের চেয়ে বেশি ক্ষয় হচ্ছে। চলন্ত অবস্থায় ব্রেক প্যাড পড়ে যাচ্ছে।
স্বাভাবিকভাবে নতুন কোচের স্প্রিং ২ থেকে ৩ বছর পরে ভাঙলেও এসব কোচের ১ বছর না যেতেই রানিংয়ে এক্সেল কয়েল স্প্রিং ভেঙে যাচ্ছে।
এ ছাড়া প্রাইমারি ডাম্পার অকার্যকর, অস্বাভাবিকভাবে তেল লিকেজ হচ্ছে। দ্রুত পাওয়ার কার গরম হয়ে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী বলেন- বেশি ভাগ ফ্যানই অচল। কোচে পানির ট্যাংক ভরা থাকলেও হ্যান্ড শাওয়ারে ও পানির কলে পানি আসে না।
জানালার স্যুট বোল্ট খুলে যায়। বায়ো টয়লেটের সরবরাহ লাইন দিয়ে মল ও নোংরা পানি পড়ে দুর্গন্ধ ছড়ায়। এ অবস্থায় ভোগান্তি নিয়ে অনেকটা বাধ্য হয়েই এই ট্রেনে ভ্রমণ করতে হচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার সিঅ্যান্ডডব্লিউ মেশিন শপ সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়েতে বিজি এমডি-৫২৩ (চায়না-২০২৩) ১০০টি কোচ রেলওয়ের যানবাহন বহরে যুক্ত হয়।
এ কোচগুলো নিয়মমাফিক প্রতি ১ বছর পরপর মেরামতে আসার কথা থাকলেও চাকার বিভিন্ন ত্রুটির কারণে এক বছরের আগেই বিশেষ রিপেয়ারের প্রয়োজন পড়ছে।
এসব কোচ বিভিন্ন সময় সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতে এলে চাকা টার্নিংয়ের সময় চাকায় ব্লোহোল বা ক্র্যাক দেখা যায়। স্বাভাবিকভাবে চাকা ৮ মিলিমিটার থেকে ১০ মিলিমিটার টার্নিংয়ের প্রয়োজন হয়।
কিন্তু চায়না কোচে ব্লোহোল বা ক্র্যাকের কারণে অনেক বেশি অর্থাৎ ১৫ মিলিমিটার থেকে ২০ মিলিমিটার, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি টার্নিংয়ের প্রয়োজন হচ্ছে। ফলে চাকার স্থায়িত্বকাল আগের চেয়ে অনেক কমে যাচ্ছে।
রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর কারখানা শাখার সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন- চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কোচগুলো চীন থেকে এক বছরের কম সময়ে কেনা হয়েছে। এখনই সমস্যা দেখা দিয়েছে।
অথচ ইন্দোনেশিয়া ও ভারত থেকে আনা রেলের কোচ গত ৬-৭ বছর চলছে সমস্যা ছাড়াই।
এ নিয়ে মোবাইল ফোনে কথা হয় রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) তাবাসসুম বিনতে ইসলামের সঙ্গে। তিনি বলেন, ওয়ারেন্টি সময়ে চুক্তি অনুযায়ী দেখভাল করার দায়িত্ব আমদানি করা কোম্পানির।
কিন্তু এ সময় ত্রুটি দেখা দিলে বিষয়টি আমাকে বিভাগীয়ভাবে জানানোর কথা।
তবে এখনো আমাকে জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।

চিলাহাটি হবে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 19, 2024 | 3/19/2024 08:02:00 PM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : দেশের সর্ব উত্তরে চিলাহাটি- হলদিবাড়ি সীমান্ত পেরিয়ে ঢাকা- নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস আন্তঃদেশীয় ট্রেন চালু হওয়ার পর থেকে নীলফামারী জেলার চিলাহাটি স্থলবন্দর চালুর বাস্তবায়ন দেখছে দেশের কর্ণধাররা।
গত ২ মার্চ স্থলবন্দর সচিব চিলাহাটি সীমান্ত এলাকায় পরিদর্শনে এসে স্থানীয় সুধী মহলের সাথে আলাপকালে এ কথা গুলি বলেছেন। তিনি আরো বলেছেন, চিলাহাটি স্থলবন্দর হবে দেশের লাভজনক স্থলবন্দর। উপস্থিত সুধীজনদের জরুরি ভিত্তিক সংশ্লিষ্ট দফতরে একটি আবেদন করার কথা বলে তিনি বলেছেন, চিলাহাটি রেল স্টেশনে ইতিমধ্যে আইকনিক ভবন, ভিআইপি রেস্ট হাউজ, কাস্টম ইমিগ্রেশন চেক পোস্ট, ডিজিটাল রেলস্টেশন সহ স্থলবন্দর রূপান্তরের অবকাঠামো এখানে বিদ্যমান রয়েছে। অপরদিকে চিলাহাটিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র, দুইটি বাণিজ্যিক ব্যাংক, সরকারি ক্রয় কেন্দ্র, দ্বিতীয় শ্রেণীর ডাক বাংলোসহ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলি বিদ্যমান রয়েছে। এছাড়া চিলাহাটি থেকে রেল যোগাযোগ ৩টি বিভাগের সাথে সরাসরি চালু রয়েছে।
সড়ক পথেও মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের সাথে যোগাযোগ বিদ্যমান। স্থানীয়রা দাবি তুললে সরকার বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করবে। ডিজিটাল বাংলাদেশ গোড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়ে অনেক গুরুত্ব রয়েছে।
ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে চিলাহাটি স্থলবন্দর চালু করতে সরকারের একাধিক কর্মকর্তা অনেকবার এলাকা পরিদর্শন করেছেন। যেহেতু সরকার চিলাহাটির উপর দিয়ে ঢাকা- নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল শুরু করেছে। এখনই সময় চিলাহাটি স্থলবন্দর চালু করা হোক এটাই এলাকাবাসীর দাবি। চিলাহাটি স্থলবন্দর দিয়ে স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে ভারত সহ নেপাল, ভুটান ও চীনের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাব। বদলে যাবে, এলাকার আত্মসমাজিক চিত্র।

চিলাহাটিতে পাকা রাস্তা ঘেষে পুকুর খনন : উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 14, 2024 | 3/14/2024 04:11:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে উদ্ধারকাজে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে কোন ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত হয়নি।
জানা গেছে, জেলার চিলাহাটির বোতলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
ওই এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংকার দুলাল হোসেন পাকা রাস্তা ঘেষে পুকুর খনন করায় গাড়িটি ঘটনাস্থলে যাওয়ার আগেই রাস্তা ভেঙ্গে পুকুরে উল্টে পড়ে।
চিলাহাটি ফায়ার সার্ভিস লিডার নূরে আলম সিদ্দিকী জানান- রাস্তা চিকন হওয়ার কারণে এবং রাস্তা ঘেষে পুকুর খনন করার কারণে গাড়িটি উল্টে গেছে। তবে কোনো ফায়ার কর্মী আহত হয়নি।
রিপোর্ট লেখা পর্যন্ত গাড়িটি উদ্ধার কাজ চলছে।