Type Here to Get Search Results !

চিলাহাটির গোসাইগঞ্জ বন বিভাগের গাছ কর্তন ও বালু খননের হিড়িক

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির গোসাইগঞ্জ বন বিভাগের গাছ নতুন করে কর্তন এবং বালু উত্তোলন করছেন এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা।
প্রকাশ্যে দিবালোকে গাছ কর্তন ও বালু খনন করলেও প্রশাসন নিরব। বেশ কয়েকদিন ধরে গোসাইগঞ্জ বন বিভাগের গাছ কর্তনের খবর বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়াছড়ি হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই জানেন না।
বন বিভাগের জমি থেকে এভাবে বালু খনন করে মহেন্দ্র টলিতে নিয়ে যাচ্ছে একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা। বালু খননের কারণে বেশ কয়েকটি গাছও উপরে পড়ে। তা আকতার আলীর ছেলে বাপ্পি পানসি দিয়ে কাটতে ধরে।
এ ব্যাপারে জানতে চাইলে বাপ্পি জানায়- গাছটি বনবিভাগের, মহেন্দ্র গাড়ি বের করার জন্য গাছটি কাটছি। 
দীর্ঘদিন থেকে বনবিভাগের গাছ কর্তন এবং বালু খননের ব্যাপারে জানতে চাইলে গোসাইগঞ্জ বন বিভাগের বন প্রহরী নাজমুল হক জানায়- এক শ্রেণীর ব্যক্তিরা দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করছে।
আমরা নিষেধ করে আসছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানিয়েছি। মাঝে মাঝে দুর্বৃত্তরা দু একটা গাছ কর্তন করে, আমরা তা উদ্ধার করার চেষ্টা করি।
এ বন বিটে আমি একাই রয়েছি, তাই এত কিছু আমার একা দাঁড়ায় সম্ভব হয় না।
এদিকে আরেকটি মহল বলছে কারা কারা গাছ কর্তন ও বালু খনন করছে তা সবকিছুই বন প্রহরী জানে। কবে বন্ধ হবে বন বিভাগের গাছ কর্তনের এই মহাউৎসব এ প্রত্যাশা সুধী মহলের।

Top Post Ad

Hollywood Movies