আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে- চিলাহাটির বোতলগঞ্জ এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ৮ বছরের শিশু বাইজিদ ইসলাম আজ বুধবার পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
অনেকক্ষণ পর লোকজন দেখতে পেয়ে শিশুটিকে প্রথমে চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান, সেখানে কোন চিকিৎসা না পেয়ে তাকে বোড়াগাড়ি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেডিকেলের কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।