Type Here to Get Search Results !

বাল্যবিয়ের কারনে শিক্ষা থেকে বঞ্চিত ৬৬ শতাংশ নারী

আব্দুল্লাহ আল মামুন, ভ্রাম্যমান প্রতিনিধি : বাল্যবিবাহ রুখবো, আগামীর সম্ভাবনা গড়বো’—প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শিশু অধিকার বিষয়ক সংগঠন 'অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন'-এর জেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জানানো হয় বাল্য বিবাহের কারনে ৬৬ শতাংশ নারী শিক্ষা থেকে বঞ্চিত হয়। প্রতি ২০ মিনিটে সন্তান জন্ম নিতে গিয়ে মারা যায় একজন মা।প্রতি ঘন্টায় মারা যান একজন নবজাতক। তাই বাল্য বিবাহরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। বুধবার (২৮শে মে) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের হলরুমে অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় হংসরাজ দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম। নীলফামারী জেলা এসিএমও'র উপ-পরিচালক সাঈদ বিন সিয়ামের সঞ্চালনায় এসময় এসিএমও'র জেলা পরিচালক মাহমুদ হাচান উপস্থিত থেকে বক্তব্য রাখেন । কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী আসমাউল হাসান। কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে একুশ শতকে এসেও শিক্ষা থেকে বঞ্চিত বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ে। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাঁধা। নারী শিক্ষার অগ্রগতি ব্যহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক। বাল্যবিবাহ সংকুচিত করে দেয় কন্যা শিশুর পৃথিবী। সবাই সচেতন হলে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে। দেশে মা ও শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদ, সহকারী আইটি সচিব মোঃ মাহিয়ান, দপ্তর সম্পাদক মোঃ সিয়াম ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী অনিমেষ অধিকারী, স্বেচ্ছাসেবক সমন্বয় সম্পাদক মোঃ তামিম ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শ্রী জীবন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Top Post Ad

Hollywood Movies