কাহারোলে পল্লী’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 9, 2024 | 6/09/2024 11:50:00 PM

রোস্তম আলী, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিএমজেড নেটজ বাংলাদেশ পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠির প্রতিকুল আবহাওয়া (এসডিজি-১৩) সাথে নিজেদের খাপ খাওয়ানোর পাশাপাশি দারিদ্র দূরীকরনে অবদান রাখার লক্ষ্যে উপজেলা পর্যায়ের বিশ^ পরিবেশ দিবস-২০২৪ অনুষ্ঠিতহয়। উক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোঃ বোরহান উদ্দিন। আলোচনা সভা ও র‌্যালীতে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকারানী সেহানবীশ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম (হেলাল), উপজেলা সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ অফিস মোঃ আজিজার রহমান, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার (লিমন), সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (মানিক), পল্লী’র পরিবেশ প্রকল্পের মাঠ সহায়ক, লাজিনা আক্তার লাভলী, এ্যাডভোকেসি এ্যাসিসটেন্ট,মোঃ আঃওহাব, ইউনিট হিসাবরক্ষক, মোঃ মন্তাজুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী ও প্রকল্প ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমান প্রমুখ। দিবস উদযাপনে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভার শেষে প্রকল্প সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

কাহারোলে ভূমি সেবা সপ্তাহ’র র‌্যালী ও আলোচনা সভা

রোস্তম আলী, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। 
ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ থেকে ১৪ জুন’২৪ পর্যন্ত ভূমি সপ্তাহ উদযাপন উপলক্ষে গত কাল শনিবার সকালে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ খাইরুল ইসলাম, সুন্দরপুর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনির, সিডিএর আঞ্চলিক সম্বনয়কারী সন্তষ কুমার রায়, ভূমিহীন কৃষক মোঃ আফজাল হোসেন, সাংবাদিক সোহাগ, আব্দুল জলিল শাহ্, সুকুমার রায় প্রমুখ।

কাহারোলে ফেসবুকে মহানবী (স:) কে কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত যুবকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

রোস্তম আলী কাহারোল থেকে:দিনাজপুরের বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (স:) কে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত যুবকের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ মে২০২৪) জুম্মার নামাজ শেষে কাহারোল উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা প্রিয় নবী হযরত মুহাম্মদ( সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে আটক কৃত যুবক শাওন রায়ের ফাঁসির দাবি জানিয়ে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে কাহারোল আমতলা মোড়ে সমবেত হয়। জানা যায় শাওন রায় (২২) বীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়াডের আরিফ বাজার (কুমারপাড়া) গ্রামের মাধব রায়ের পুত্র। 
স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানা যায়, শাওন রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডিতে মহানবী হযরত মুহম্মদ (স:)কে নিয়ে কটুক্তি করে পোষ্ট করে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী শাওনকে ধরে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বীরগঞ্জ থানার (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, হযরত মুহাম্মদ (স:) কে কটুক্তি করায় শাওন রায় নামের এক যুবককে আটক করে গত বুধবার ৫ মে ২০২৪ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মতে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়।

গরমে বাড়ির ছাঁদ ঠাণ্ডা রাখার উপায়

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 8, 2024 | 6/08/2024 10:18:00 PM

চিলাহাটি ওয়েব, রকমারি ডেস্ক : বাড়ছে তাপমাত্রার পারদ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। আবহাওয়া বিভাগও জানাচ্ছে দুঃসংবাদ। আগামী কয়েকদিনে নাকি আরও বাড়বে তাপমাত্রা। তাপদাহ থেকে বাঁচতে ঘর থেকে সহজে বের হচ্ছেন না অনেকে। এর মাঝে যারা টপ ফ্লোরে বা ছাদ্ঘরে থাকেন তাদের অবস্থা মানবেতর।
প্রখর রোদে ছাঁদ গরম হয়ে ওঠে। এরপর ছাঁদ থেকে ঘরও গরম হতে শুরু করে। এসি লাগিয়েও ঘর ঠান্ডা করতে অনেক বেগ পেতে হয়।
আবার মাসশেষে গুনতে হয় বিলের মোটা অঙ্ক। তবে কিছু নিয়ম মেনে চললে কিন্তু গরমেও ছাঁদ ঠান্ডা রাখা সম্ভব। ছাঁদ বাগান ছাদ ঠান্ডা রাখার সবচেয়ে ভালো উপায় ছাদে বাগান করা। নিজের বাড়ি হলে সহজেই এটি করা যায়। অথবা বাড়িওয়ালার অনুমতি নিয়ে ছাদে প্রচুর গাছ লাগাতে পারেন। অথবা ঘাসও বিছিয়ে দিতে পারেন।
এই ঘাসগুলি সূর্যের আলো থেকে সরাসরি ছাদের মেঝেকে ছায়া দেবে। আবার ফুলের বা গাছের গামলায় রাখা মাটি সূর্যরশ্মি শোষণ করে নেবে। যার ফলে ছাঁদ সহজে গরম হতে পারবে না। তবে ছাদে বাগান করার আগে খেয়াল রাখুন ছাঁদ যেন ওয়াটার প্রুফ হয় এবং ছাদের বাইরের দেওয়াল বা স্ল্যাব পানি টানতে না-পারে। তা না হলে বাড়ির ক্ষতি হতে পারে।
ছাদে সাদা রঙ করুন ছাদের তাপমাত্রা কমানোর আরেকটি পদ্ধতি হলো রিফ্লেক্টিভ রুফ সারফেস। অর্থাৎ ছাদের মেঝেকে রঙ করে দিন। এই রঙগুলো সূর্যরশ্মিকে প্রতিফলিত করে তাপ নিরোধকের কাজ করে। এতে ঠাণ্ডা থাকে ঘর। তবে কম খরচে ছাঁদ ঠান্ডা রাখতে চাইলে ছাদে চুন লাগাতে পারেন। ছাদে শেড লাগান ছাদের মেঝে বা স্ল্যাব কংক্রিটের তৈরি। তাই এটি অনেকক্ষণ পর্যন্ত তাপ ধরে রাখতে পারে। পরে সেই তাপ নীচের তলার ঘরকে গরম করে তোলে।
এই সমস্যার সমাধানের জন্য ছাদের ওপর শেড লাগাতে পারেন। ছাদের পরিসরে দেওয়াল তুলে বা জালজাতীয় শেড লাগিয়ে সমস্যার সমাধান করতে পারেন। বা ছাদে পারগোলা বানিয়ে তাতে লতাপাতা জড়িয়ে দিতে পারেন। ছাঁদ ঠান্ডা তো থাকবেই, বেড়ে যাবে সৌন্দর্যও।
সোলার প্যানেল সোলার প্যানেলের সাহায্যেও ছাঁদ ঢেকে দিতে পারেন। এই সোলার প্যানেলগুলোতে ফোটোভোলটাইক সেল থাকে যা ছাঁদ গরম হতে দেয় না। পরে সোলার প্যানেল সূর্যরশ্মি সংগ্রহ করে সৌরশক্তিতে পরিণত হবে।

পীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসে শনিবার ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ স্লোগান কে কেন্দ্র করে পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে জনগণের মাঝে সহজেই ও অল্প সময়ের মধ্যে ভূমির নানা রকম সেবা প্রদান করার লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এ উপজেলায় ঘুষ মুক্ত, হয়রানি মুক্ত ও সহজেই জনগণকে বিভিন্ন রকম সেবা প্রদান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন কতৃর্পক্ষ। উপজেলার ৮ জন শ্রেষ্ঠ কর প্রদানকারী কে পুরস্কার দেওয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সহকারী কমিশনার (ভূমি) এন.এম ইশখাকুল কবীর, থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম প্রমুখ।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ৬নং পীরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু রায়হান, পীরগঞ্জ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, জনগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উলিপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

খালেক পারভেজ লালু,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : উলিপুর উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ স্লোগান কে কেন্দ্র করে উলিপুর পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নে জনগণের মাঝে সহজেই ও অল্প সময়ের মধ্যে ভূমির নানা রকম সেবা প্রদান করার লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এ উপজেলায় ঘুষ মুক্ত, হয়রানি মুক্ত ও সহজেই জনগণকে বিভিন্ন রকম সেবা প্রদান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন কতৃর্পক্ষ।
এ উপলক্ষে ৮ই জুন উপজেলা হল রুমে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। রেলিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ লুৎফর হোসেন, প্রধান সহকারী উপজেলা ভূমি অফিস ইলিয়াস আহমেদ মন্ডল , ভূমি সহকারী কর্মকর্তা ধরণী বাড়ি মোঃ মাসুদ রানা সরকার ও সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ। উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, জনগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডিমলায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলা শবিার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি)ফারজানা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সরকারী মহিলা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান, জনস্বস্থ্য দপ্ধসঢ়;তরের উপ-সহকারী প্রকৌশলী তহিন হাসান বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, ভূম অফিসের সার্ভেয়ার রাব্বিল আল আমীন তারেক, তহশিদার আবুল হোসেন, ডিমলা প্রেসক্লাব এর সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। এ সময় উপজেলার সর্বস্তরের ভুমি সংক্রান্ত সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।