Home » » কাহারোলে ফেসবুকে মহানবী (স:) কে কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত যুবকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কাহারোলে ফেসবুকে মহানবী (স:) কে কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত যুবকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 9, 2024 | 6/09/2024 11:44:00 PM

রোস্তম আলী কাহারোল থেকে:দিনাজপুরের বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (স:) কে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত যুবকের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ মে২০২৪) জুম্মার নামাজ শেষে কাহারোল উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা প্রিয় নবী হযরত মুহাম্মদ( সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে আটক কৃত যুবক শাওন রায়ের ফাঁসির দাবি জানিয়ে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে কাহারোল আমতলা মোড়ে সমবেত হয়। জানা যায় শাওন রায় (২২) বীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়াডের আরিফ বাজার (কুমারপাড়া) গ্রামের মাধব রায়ের পুত্র। 
স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানা যায়, শাওন রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডিতে মহানবী হযরত মুহম্মদ (স:)কে নিয়ে কটুক্তি করে পোষ্ট করে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী শাওনকে ধরে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বীরগঞ্জ থানার (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, হযরত মুহাম্মদ (স:) কে কটুক্তি করায় শাওন রায় নামের এক যুবককে আটক করে গত বুধবার ৫ মে ২০২৪ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মতে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়।