Type Here to Get Search Results !

কাহারোল সাংবাদিক ইব্রাহিম খলিলের ইন্তেকাল

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলের বিশিষ্ট সাংবাদিক কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বনরা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক এ কে এম ইব্রাহিম খলিল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর তিনি গত ২০ নভেম্বর ২০২৫ বীরগঞ্জে এক মোটর সাইকেল সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে দিনাজপুর চেকআপ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে আই সি ইউ তে ভর্তি করা হয়। দীর্ঘ ১৯ দিন হাসপাতালের আই সি ইউ তে মৃত্যুর সাথে লড়াইয়ের পর অবশেষে গতকাল বুধবার ১০ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। বিকেল সাড়ে ৪ টায় তার নিজ বাড়ি সাধুর বাজারে মরহুমের জানাররা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । মৃত্যুকালে তিনি ৩ কন্যা এক পুত্র স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন, তার মৃত্যুতে কাহারোল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন। এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জ্ঞাপন করেছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies