Type Here to Get Search Results !

পঞ্চগড়ে জনবল কাঠামো নীতিমালা অন্তর্ভুক্ত করে এমপিও'র দাবিতে মানববন্ধন

নজরুল ইসলাম, বোদা ( পঞ্চগড়) প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স ৩য়/৪র্থ শ্রেণীর কর্মচারীদের জনবল কাঠামো নীতিমালা অন্তর্ভুক্ত করে এমপিও'র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জগদল ডিগ্রী কলেজ কর্মচারিগন জেলা কমিটির ব্যানারে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় বক্তারা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে অনার্স মাস্টার্স কোর্স চালু করছে। এসবের শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ নিয়োগপ্রাপ্ত তৃতীয় ও চতুর্থ কর্মচারীগণকে জনবল কাঠাম এমপিও নীতিমালায় অন্তর্ভুক্তকরণ সহ এমপিওভক্তি প্রদানের জোর দাবি জানানো হয়। এ দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয়। এ সময় তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু মিয়া, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী ফেডারেশন জেলা কমিটির সভাপতি জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies