নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে সাম্প্রতি একের পর এক সড়ক দূর্ঘটনায় নিহত ও হতাহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় জাগ্রত পঞ্চগড় এর ব্যানারে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্রে যে হারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে, ঝরে যাচ্ছে অসংখ্য নিষ্পাপ প্রাণ- আমরা চাইনা আর কোন মা-বাবার সন্তান এভাবে মৃত্যুবরণ করুক। আমরা চাই পঞ্চগড়ে একটি নিরাপদ সড়ক হোক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, এ দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
এ সময় বাংলাদেশ জামায়াতী ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমীর মাওলানা মোঃ ইকবাল হোসেন, জুলাই আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।