Type Here to Get Search Results !

উলিপুরে কর্মশালা অনুষ্ঠিত

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২ নভেম্বর) র‌বিবার সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ হলরুমে, প্রভাতী প্রকল্প ডিজিএম কম্পোনেন্ট এর আয়োজনে, স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,ইফাদ‌ এর আর্থিক সহযোগিতায় ও রাইমস এর কারিগরি সহায়তায়,নিতাই চন্দ্র দে সরকার পরিচালক (MIN) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও প্রোগ্রামক কোঅর্ডিনেটর, প্রভাতী প্রকল্প। এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, মোঃ আব্দুল ম‌তিন জেলা ত্রান ও পুন বাসন কর্মকর্তা, মোঃ ওয়াদুদুর রহমান - প্রোগ্রামার দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর ও ডিপিসি, প্রভাতী প্রকল্প, আসিফ মাহমুদ, অনিক ‌জি আই স্পেশা‌লিস্ট,প্রভাতী প্রকল্প ডি‌ডিএম ক‌ম্পো‌নেন্ট,ভূদেব চন্দ্র রায় সেন্ট্রাল মনিটরিং অফিসার এমজে এসকে এস উলিপুর, কুড়িগ্রাম। উপস্থিত ছিলেন সাংবা‌দিক খালেক পারভেজ লালু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন,কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান মানু ,সাংবা‌দিক শহিদুল আলম বাবুল, সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন সহ হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নের ভোল্নাটিয়ার সহ আরো অনেকে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies