মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্থানীয়
জনসাধারণের উদ্যোগে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসূচি পালিত
হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নিমতলামোড়ে
ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাবববন্ধনে বক্তব্য রাখেন, জিয়াবুর রহমান, ইমরান চৌধুরী নিশাত, মেহেদী
হাসান, সাব্বির হোসেন, শিপন রহমান, রাকিব হোসেন, নিশাল লাহেরী,
আনারুল হক, শাহেদ ইসলাম ও সাজু আশরাফি সহ স্থানীয় অনেক নেতৃবন্দ।
এ সময় বক্তারা বলেন, প্রিপেই মিটার স্থাপনের ফলে ভোক্তাদের ভোগান্তি
বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত বিলের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
তাই দ্রুত এ উদ্যোগ বন্ধ করে পূর্বের বিলিং পদ্ধতি বহাল রাখার দাবি
জানান তারা। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক
সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ অংশ নেন।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল ফুলবাড়ী উপজেলা নির্বাহী
কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি স্বারকলিপি
প্রদান করেন।
বক্তারা আরও জানান, জনগণের অনুমতি বা মতামত ছাড়াই প্রিপেই মিটার
স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা অন্যায্য ও অযৌক্তিক। সাধারণ ভোক্তাদের
স্বার্থে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
