Type Here to Get Search Results !

পঞ্চগড় -২ আসনে ফরহাদ হোসেন আজাদ বিএনপি'র প্রার্থী মনোনীত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়-২ ( বোদা- দেবীগঞ্জ) আসনে বিএনপি'র প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ মনোনীত। সোমবার বিএনপি'র কেন্দ্রীয় কমিটির এক সভায় পঞ্চগড়- ২ আসনে আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ শত আসনের মধ্যে ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে পঞ্চগড় -২ আসনে আলহাজ ফারহাদ হোসেন আজাদ এর নাম ঘোষণা করা হয় । আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়- ২ আসনে আলহাজ ফরহাদ হোসেন আজাদ ধানের শীষের এমপি প্রার্থী। তার প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় বোদা দেবীগঞ্জের বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদকে প্রার্থী ঘোষণা করায়, বোদা ও দেবীগঞ্জের বিএনপি নেতাকর্মীরা,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র দল,যুবদলে নেতৃত্ব দিয়ে মূল সংগঠন বিএনপির রাজনীতিতে এসেছেন। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে ছিলেন। বিএনপি'র দুঃসময়ে ও সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকা ছিল অগ্রণী। ফরহাদ হোসেন আজাদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় - ২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি ১ লাক্ষেরও অধিক ভোট পেয়েছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies