Type Here to Get Search Results !

মাদকমুক্ত সমাজ গড়তে পঞ্চগড়ের বোদায় ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : "নেশা ছেড়ে কলম ধরি" মাদক মুক্ত সমাজ গড়ি"এই স্লোগান কে ধারণ করে পঞ্চগড়ের বোদায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ন্যায় সংঘ একতা ক্লাব।শনিবার বিকেলে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সিপাইপাড়া বামনহাট এলাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা এ এস এম ময়নদ্দীন কবির। এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জহিরুল ইসলাম, বোদা প্রেসক্লাব সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বাংলাদেশ ইসলামি আন্দোলনের ইউনিয়ন সভাপতি ইমদাদুল হক, ন্যায় সংঘ ক্লাবের সভাপতি আনোয়ারুল হক বিপ্লব, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী, প্রধান উপদেষ্টা আজিমুল হক প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, মাদককে ঠেকাতে হলে আগে নিজের পরিবার থেকে শুরু করতে হবে, পরিবারের বা আত্মীয়-স্বজনের মধ্যে কেউ মাদক সেবন বা মাদক বিক্রি করে কিনা, তা নিশ্চিত করে অন্যদের উপর নজর রাখতে হবে। মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দরকার স্থানীয়দের ঐক্যমত এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা। সমষ্টিগত ভাবে চেষ্টা করলে নিজ নিজ এলাকা থেকে মাদক সেবন ও বিক্রি প্রতিরোধ করা সম্ভব। এভাবেই একে অপরকে সহযোগিতা করার প্রত্যয় অতিথি ও স্থানীয়দের।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies