Type Here to Get Search Results !

খানসামায় প্রাইভেট মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার ১০ টি প্রাইভেট মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৬৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার পাকেরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৮ নভেম্বর ছিল বৃত্তি পরীক্ষার প্রথম দিন। বৃত্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান ও বৃত্তি পরীক্ষা কমিটির প্রধান ওয়াহেদুজ্জামান বাবুল, মহাসচিব মাওলানা আরিফ আল মামুন, যুগ্ম মহাসচিব আহমাদ রায়হান, খানসামা উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ মো. আল আমিন সাঈফী, কেন্দ্র সুপার মোঃ ইসমাইল হোসেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা। প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বাবুল বলেন, “বৃত্তি শুধু একটি সনদ নয়, এটি শিক্ষার্থীর জন্য বড় প্রেরণা। এই প্রেরণায় তারা ভবিষ্যতে দেশের জন্য অবদান রাখতে পারবে। সেইজন্য আমরা এই আয়োজন চালু রেখেছি। ”
বিভাগ

Top Post Ad

Hollywood Movies