Type Here to Get Search Results !

মানবতার রাজনীতি ছাড়া গণতন্ত্র টিকে না—আল্লামা ইমাম হায়াত

চিলাহাটি ওয়েব ডেস্ক : বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ–এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত গতকাল এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে গ্রহণযোগ্য হতে হলে সর্বপ্রথম সকল মানুষের জীবন, নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ও সমমর্যাদাকে স্বীকার করতে হবে। রাষ্ট্রকে একক কোনো গোষ্ঠী, মতবাদ বা ধর্মের মালিকানায় নেওয়ার প্রবণতা গণতন্ত্রের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতির শূন্যতার কারণেই ভোটের মাধ্যমেও কখনো কখনো লুটেরা ও স্বৈরশক্তি রাষ্ট্রক্ষমতায় উঠে আসে। তবে নির্বাচন বাদ দেওয়া সমস্যার সমাধান নয়—সমাধান হলো রাজনীতির কাঠামোগত সংস্কার। তাঁর মতে, ভোট ছাড়া জনগণের মতামত, মালিকানা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয় না, আর নির্বাচন অস্বীকার করা মানে জনগণের রাষ্ট্রীয় অধিকার অস্বীকার করা। তিনি আরও বলেন, মানবতার রাজনীতি অনুপস্থিত থাকলে নির্বাচন একক গোষ্ঠীর রাষ্ট্রদখলের হাতিয়ারে পরিণত হয়। এ কারণে একক ধর্ম বা একক জাতীয়তাবাদভিত্তিক গোষ্ঠীবাদী স্বৈরনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা জরুরি। সংবাদ সম্মেলনে আল্লামা ইমাম হায়াত মন্তব্য করেন, রাষ্ট্র কোনো এক ধর্ম, এক জাতি বা এক দলের নয়; রাষ্ট্র সবার, এবং রাষ্ট্রের মালিক সব মানুষ। তাই সকল মানুষের জীবন ও অধিকারকে ভিত্তি করে নতুন রাজনৈতিক ধারণা—সর্বজনীন মানবতার রাজনীতি—প্রবর্তন করতে হবে। তিনি আরও জানান, মানবাধিকারের বাস্তব কাঠামোর নাম মানবতার রাষ্ট্র, যা তিনি “খেলাফতে ইনসানিয়াত” হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মানবতার রাজনীতি ছাড়া গণতন্ত্র কার্যকর হয় না; বরং গণতন্ত্রের নামে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

Top Post Ad

Hollywood Movies