ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সম্পাদক মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা ওরফে বাবু উঠান বৈঠক করেছেন।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পার্বতীপুর উপজেলাধীন ১নং বেলাইচন্ডি বাজারে মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা
বৈঠকে বিএনপি’র ৩১ দফা বিষয়ে তুলে ধরে বলেন, “বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আমাদের সমাজ টিকে আছে। বিএনপি বিশ্বাস করে, জনগণের ঐক্য ও গণতান্ত্রিক অধিকারই জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তিনি আরও বলেন, “রাজনীতি কোনো বিভেদের বিষয় নয়; বরং এটি ঐক্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম,অরুণ রায় ও পাভেল প্রমুখ।
