নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাসহ ৩২ জন যুবক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
স্বেচ্ছাসেবক দলের সাবেক ওই নেতার নাম সাইফুল ইসলাম। তিনি হাড়িভাসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার রাতে হাড়িভাসা স্কুল মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সাধারণ সভায় সাইফুলসহ অন্যরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের শূরা সদস্য সাইয়েদ নূর-ই-আলম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সাঈদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম প্রমুখ।
নবযোগদানকারীরা জানান, বর্তমান রাজনীতিতে দলীয় আদর্শ ও জনস্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চলছে। ইসলামী আদর্শভিত্তিক শৃঙ্খলাবদ্ধ রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তারা জামায়াতে যোগ দিয়েছেন।
জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী শান্তি, ন্যায় ও কল্যাণের রাজনীতি করে। জনগণের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।
