Type Here to Get Search Results !

বোদায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নজরুল ইসলাম, বোদা, (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পৌরসভা ৬নং ওয়ার্ডের ফুলচান শাহামনি মৌজার অর্ন্তভুক্ত জমিদারপাড়া গ্রামের প্রায় ৮শত জন বাসিন্দা দীর্ঘ ১বছর ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছেন। জন্ম-মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, ওয়ারিশন সনদসহ নাগরিক সেবার সকল সুবিধা ভোগ করতে না পেরে তারা চরম বিপাকে পড়েছে। ওই এলাকাটিকে বোদা পৌরসভার অর্ন্তভুক্ত করে গ্যাজেট প্রকাশসহ সকল প্রকার নাগরিক সুবিধার দাবীতে জমিদারপাড়া গ্রামের কয়েকশত বাসিন্দা মঙ্গলবার দুপুরে বোদা পৌর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনসহ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। মানববন্ধন কর্মসূচীতে অনুষ্ঠিত সমাবেশে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সাদাত মোঃ সায়েম রুবেল, এলাকাবাসী আফসার আলী, জেসমিন আক্তার, নুরুজ্জামান, হামিদুল ইসলাম, জুলফিকার আলী, দেলজান বেগম ও রুমি আক্তার বলেন বোদা পৌরসভা গঠনের আগে জমিদারপাড়া এলাকাটি উপজেলার চন্দনবাড়ির ইউনিয়নের অর্ন্তভুক্ত ছিলো। পৌরসভা গঠনের পর ওই এলাকাটি পৌরসভার অর্ন্তভুক্ত হয়েছে বলে আমরা জানতে পারি। তারপর থেকে আমরা এলাকাবাসী পৌরসভায় ট্যাক্স প্রদান করে জন্ম-মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, ওয়ারিশন সনদসহ নাগরিক সেবার সকল সুবিধা ভোগ করে আসছি। জাতীয় পরিচয়পত্রেও আমাদের এলাকাটি বোদা পৌর এলাকা হিসেবে উল্লেখ রয়েছে। ২০১৮ ও ২০২৪ সালের পৌরসভা নির্বাচনে আমরা ভোট প্রদান করেছি। পৌরসভা গঠনের পর থেকে পৌরসভা থেকে আমরা এসকল সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছি। ইতিমধ্যে আমাদের এলাকায় পৌরসভা থেকে অনেক উন্নয়নমুলক কাজ হয়েছে। গত ১ বছর ধরে পৌরসভা আমাদের এসকল সেবা থেকে বঞ্চিত রেখেছে। পৌরসভা হতে নাগরিক সেবা না পেয়ে আমরা চরম বিপাকে পড়েছি। পৌরসভায় সেবা নিতে আসলে পৌরসভার কর্মকর্তারা জানান ২০১৬ সালের গ্যাজেট প্রকাশের সময় ফুলচান শাহামনি মৌজার কিছু দাগ নম্বর গ্যাজেটে অর্ন্তভুক্ত হয়নি। পৌর কর্তৃপক্ষরা আমাদের চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ হতে নাগরিক সেবা গ্রহণের পরামর্শ দেন। তাদের কথামত চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ হতে সেবা নিতে গেলে তারা আমাদের সেবা না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন এবং বলেন আপনারা পৌরসভার নাগরিক পৌরসভা থেকে সেবা গ্রহণ করেন। ওই গ্রামের বাসিন্দা দেলজান বেগম বলেন ছেলের জন্ম নিবন্ধন সনদের জন্য ৮মাস থেকে পৌরসভায় ঘুরতেছি আজও কোন সমাধান পাই নি। একই গ্রামের রুমি আক্তার বলেন বীমার প্রিমিয়াম তুলতে শ্বশুরের মৃত্যুর সনদের জন্য ২০দিন ধরে পৌরসভায় আসা-যাওয়া করছি আমার কথায় কেউ কর্ণপাত করে না। পৌরসভা বলতেছে ইউনিয়ন পরিষদে যাও আর ইউনিয়ন পরিষদ বলতেছে পৌরসভা যাও। এলাকাবাসীরা নাগরিক সেবার সুষ্ঠ সমাধানসহ ওই এলাকাটি বোদা পৌরসভার অর্ন্তভুক্ত করে গ্যাজেট প্রকাশের দাবী জানিয়েছেন। বোদা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও পৌর প্রকৌশলী দীপঙ্কর অধিকারী জানান, এলাকাবাসীদের অভিযোগ সম্পর্কে জেনেছি। পৌর প্রশাসকসহ বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies