নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি, দোকানে ওষুধের মূল্য না টাঙ্গানো, ওষুধের স্যাম্পল মজুত রাখার অপরাধে বোদা বাজারের চারটি ফার্মেসির মালিকের কাছ থেকে ২ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করেছে ওষুধ তত্ত্বাবধায়ন বিভাগের কর্মকর্তারা। ঠাকুরগাও অঞ্চলের ওষুধ তত্ত্বাবধান বিভাগের কর্মকর্তা রিফাত হোসেন সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালকলে বোদা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ সময় ঠাকুরগাঁও অঞ্চলের ওষুধ তত্ত্বাবধান দপ্তরের কর্মকর্তা রিফাত হোসেন বলেন, জনস্বার্থে এই মোবাইল কোট পরিচালনা করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।
