Type Here to Get Search Results !

খোলাহাটিতে লটারির নামে চলছে জুয়া, আইন শৃঙ্খরা পরিস্থিতির অবনতি

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পাশ্ববর্তী বদরগঞ্জ উপজেলার খোলাহাটি সংলগ্ন এলাকায় কুটির শিল্প ও বানিজ্য মেলায় লটারির নামে চলেছে জুয়া। লোভনিয় পুরুষ্কারের ঘোষনা দিয়ে লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এতে সর্বশান্ত হচ্ছে এলাকার হাজার হাজার জনসাধারণ। মেলার কারণে বেড়েছে চুরি, ডাকাতি, ছিন্তাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। গত আগষ্ট মাসে এই মেলা শুরু হয় মেলার শুরুতেই সীমাবদ্ধের মধ্যে ছিল লটারি। কিন্তু বর্তমানে মেলা কমিটি বিভিন্ন হোমড়া চোমদেরকে ম্যানেজ করে লটারির টিকিট বিক্রি পার্বতীপুর ও ফুলবাড়ী ও বদরগঞ্জ উপজেলার গ্রাম অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়েছে। টিকিট বিক্রির ধুম পড়েছে গ্রামগুলিতে প্রতিদিন বিকেল থেকে রাত্রী ১০ পর্যন্ত শত শত ইজিবাইক এবং ভ্যান যোগে চলছে লটারির টিকিট বিক্রি। এই লটারি চলাকালিন অবস্থায় লটারির মাঠ থেকে দূর দূরান্তের লোকজন মাইক্রো, মটরসাইকেল, ইজিবাইক, ভ্যান যোগ খেলা শেষে বাড়ীতে ফেরার পথে বিভিন্ন পথে ছিন্তাই কারীরা উৎপেতে থেকে পথচারীদের আটক করে তাদের সাথে থাকা মালামাল ছিন্তাই করে নিচ্ছে। ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপর হরগোবিন্দপুর গ্রামে আতাউর রহমানের পুত্র মোঃ আক্তারুজ্জামন জানান, আমরা গত শনিবার দিবাগত রাত্রী আনুমানিক দুইটায় মেলা থেকে ফেরার পথে ফুলবাড়ী সংলগ্ন ২০ নং ব্রীজের নিকট আমাদের ইজিবাইক ও একটি মাইক্রোবাস আটক করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রায় ১৫-১৬ হাজার টাকা ও ১৫-২০টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আইন শৃঙ্খলাবাহিনীর টহলদল না থাকায় এ সব অপকর্ম বৃদ্ধি পেয়েছে। পার্বতীপুর উপজেলা সহ বিভিন্ন এলাকায় ৫শত টি পয়েন্টে লটারির টিকিট বিক্রি চলছে। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, পার্বতীপুর শহরে লটারির টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। লটারি পরিচালনা কারীরা কিছু অসৎ লোককে ব্যবহার করে শহর ছেড়ে গ্রাম গুলিতে এই লটারির টিকিট বিক্রি করছে। তবে শতর্ক করে দেওয়া হয়েছে মেলা কমিটির লোকজনকে। এ বিষয়ে লটারি পরিচালনা কমিটির আবু জোহা’র সাথে কথা বললে তিনি জানান, গ্রামগঞ্জে আমরা কোন লটারির টিকিট বিক্রি করিনি।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies