Type Here to Get Search Results !

বোদা ও দেবীগঞ্জের পূজামণ্ডপে ৭ হাজার বিএনপি'র কর্মী স্বেচ্ছাসেবকের দায়িত্বে -আজাদ

নজরুল ইসলাম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জানান, পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলায় সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে, সাচ্ছন্দ্যে এবং উৎসব মূখর পরিবেশে উদযাপনের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পঞ্চগড় জেলার বোদা, দেবীগঞ্জ দুই উপজেলা ও দুইটি পৌর শাখার আয়োজন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর যৌথ সমন্বয়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০৯টি দুর্গাপূজা মণ্ডপে ৭ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির স্বেচ্ছাসেবকরা সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে থেকে পালাক্রমে সার্বক্ষণিক পূজা মন্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকবে। আমি নিজেই এবং বিএনপি নেতারা বোদা ও দেবীগঞ্জের দুর্গাপূজা মণ্ডপগুলো পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের মানুষ গুলোর সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করা হবে। স্বেচ্ছাসেবকদের সহায়তা করতে উপজেলা পর্যায়ে হেল্প ডেক্স চালু করা হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies