মঈনউদ্দিন : ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত গুলশান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, ইনসানিয়াতের দৃষ্টিতে কেউ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান নয় মানুষ, নারী- পুরুষ নয় মানুষ, বাঙালী আরবী ইংলিশ নয় মানুষ, সাদা কালো বাদামি নয় মানুষ, আমেরিকান চাইনিজ আফ্রিকান ইন্ডিয়ান নয় মানুষ, ধনী গরীব উচ্চ নীচ উত্তম অধম নয় নামাজের কাতারের মত এক সমান বৈষম্যহীন মানুষ।
সত্যবিরুদ্ধ ও মানবতাবিধ্বংসী একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির অংশ হয়ে মুসলিম বা কোনো ধর্মের দাবি বা মানুষ দাবি মিথ্যা।
ইনসানিয়াত বিপ্লব ছাড়া কোথাও আপনি মানবতার রাজনীতি সার্বজনীন মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া পাবেন না। তাই ইনসানিয়াত বিপ্লবে আপনাকে স্বাগতম।
মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতিই অবৈধ। সত্যের বিপরীত যেভাবে মিথ্যা হয় তেমনি মানবতার রাজনীতির বিপরীতে একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্রের অপরাজনীতির মিথ্যা মতবাদ ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায়না। ধর্ম সত্য জীবন ও মানবতা রক্ষায় মানবতার রাজনীতি অপরিহার্য।
মানবতার রাজনীতির মূল বিষয় আত্মিক মানুষ তথা বস্তুর উর্ধ্বে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে সত্যবান সত্তার মানুষ। মানবসত্তা আছে মানে সব সৃষ্টি তার নিকট নিরাপদ। মানবসত্তা নেই তথা বস্তুবাদী হওয়া মানে সব সৃষ্টির অনিষ্টকারী ক্ষতিকর জীব।
ইনসানিয়াত মানে ইনসানকে ইনসান হিসেবে দেখা অন্য কোনো হিসেবে নয়। ইনসানিয়াতে নারী পুরুষ নেই,সাদা কালো নেই, দেশি বিদেশি নেই, জাত গোত্র নেই, সবাই মানুষ। ইনসানিয়াত বস্তুর উর্ধ্বে মানবসত্তা। মানবতার রাজনীতি মানুষ গড়ার জীবননীতি। মানবতার রাজনীতির মাধ্যমে ধর্ম বর্ণ মতপথ নির্বিশেষে সব মানুষের অধিকার স্বাধীনতা মালিকানা নিরাপত্তা সুরক্ষার রাষ্ট্র গড়া তথা মানবতার রাষ্ট্র নির্মাণ করাই মানবতার রাজনীতির উদ্দেশ্য। মানবতার রাজনীতি রাষ্ট্রকে একক জাতীয়তাবাদের কিংবা একক ধর্মের করে ফেলাকে সত্য জীবন ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে সাব্যস্ত করে।
জীবনের পরম মাবুদ দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম মানবতার রাজনীতি দান করেছেন যেন মানবতার রাষ্ট্র ও সাম্যের অখণ্ড বিশ্ব ব্যবস্থা জারি থাকে। বস্তুর উর্ধে মানবসত্তার প্রবক্তা #আল্লামা_ইমাম_হায়াত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ World humanity revolution এর মাধ্যমে সমগ্র মানবমন্ডলীকে মানবতার রাজনীতিতে যুক্ত হওয়ার আকুল আবেদন জানাচ্ছেন। নিজ জীবন ও সমগ্র মানবমন্ডলীকে রক্ষার এই আকুল আবেদনে সাড়া দিয়ে আসুন আমরা জীবন ও মানবতাকে রক্ষা করি।
সত্যবিরুদ্ধ ও মানবতাবিধ্বংসী একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির অংশ হয়ে মুসলিম বা কোনো ধর্মের দাবি বা মানুষ দাবি মিথ্যা।
ধর্মের নামে ধর্মের মানবিক শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতি ও নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদি চেতনা ভিত্তিক বস্তুবাদি জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি সকল মিথ্যার উৎস এবং সকল খুন গুম রাষ্ট্রীয়সন্ত্রাস ধ্বংসযজ্ঞ স্বৈরদস্যুতা ও মানবজীবনের সকল দুর্দশা সংকটের প্রধান কারণ।
ধর্মের মৌলিক সত্য জীবনের দয়াময় স্রষ্টার নামে জীবন ও স্রষ্টার মহান রাসুলের আপন বা অন্ততঃ মানবতার শত্রু অমানুষ নয় মানবিক মানুষ দাবি করতে হলে স্রষ্টার বিধান মোতাবেক সব মানুষের বাঁচার অধিকার - সব মানুষের নিজ নিজ বিশ্বাস আদর্শ ধর্ম মতপথ নিয়ে চলার অধিকার - সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মর্যাদা- মালিকানা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারক হতেই হবে। যিনি মানবতার রাজনীতির ধারক নন তিনি কোনো খারাপ দল না করলেও তিনি দুনিয়ার সকল খুন গুম অন্যায় অবিচার অপরাধ রাষ্ট্রীয়সন্ত্রাস ধ্বংসযজ্ঞ স্বৈরদস্যুতার স্বৈররাজনীতির অংশ এবং সকল মিথ্যার দাস।
এ অবস্থায় জীবন ও মানবতায় বিশ্বাসী আমরা সব মানুষকে নিজেদের জীবন ও অস্তিত্ব এবং যার যার ধর্ম ও আদর্শ এবং দেশ ও মানবতা রক্ষায় ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে।
আল্লামা ইমাম হায়াত বলেন, অরাজনৈতিক হয়ে বা মানবতাবিরুদ্ধ রাজনীতি করে ঈমানদার বা মানুষ দাবি মিথ্যা। ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক জঙ্গিবাদি সাম্প্রদায়িক হিংস্র রাজনীতি ও মানবতাবিধংসী বস্তুবাদি জাতিবাদি পাশবিক বিষাক্ত রাজনীতির ধ্বংসাত্মক জবরদখল থেকে –সব মানুষের জীবন বাঁচাতে, সব মানুষের ধর্ম বাঁচাতে, দেশ-রাষ্ট্র-গণতন্ত্র বাঁচাতে, জীবনের স্বাধীনতা ও জীবিকা বাঁচাতে একমাত্র উপায়- সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ও সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মযার্দা ভিত্তিক মানবতার রাষ্ট্র গড়ে তোলা। সব মানুষের অধিকার স্বাধীনতা রুটি রুজি নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হয়ে আপেল মার্কায় ভোট দিয়ে নিজের নিরাপদ জীবন নিশ্চিত করুণ।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান নয়, সবাই মানুষ -ইমাম হায়াত
8/31/2025 10:44:00 PM
বিভাগ