এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দারিদ্র্যের মাঝেও অদম্য ইচ্ছাশক্তি ও সৃজনশীল চিন্তা কাজে লাগিয়ে দিনাজপুরের খানসামার ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের অনুকূল রায় নিজ উদ্যোগে বানিয়েছেন ছোট আকারের বিমান। মাত্র ১৭ বছর বয়সেই তার তৈরি বিমান “দ্যা রয়েল স্কাই -110” প্রায় এক কিলোমিটার দূরত্বে প্রায় ১০-১৫ মিনিট আকাশে উড়তে সক্ষম।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে নিজ এলাকায় বিমানটি আকাশে উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দেন অনুকূল। এ দৃশ্য দেখতে ভিড় করেন আশপাশের গ্রাম থেকে আসা শতাধিক মানুষ, শিক্ষার্থী ও শিশু-কিশোররা।
আংগারপাড়া উচ্চ বিদ্যালয়ের সদ্য এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ অনুকূল রায় স্থানীয় কাঠমিস্ত্রী রনজিৎ রায়ের ছেলে।
তার তৈরি বিমানের মূল কাঠামো কর্কশিট দিয়ে বানানো। এছাড়া ১১০ মডেল এই বিমানে রয়েছে রেডিও কন্ট্রোলার, লিপো ব্যাটারি , প্রপেলার, স্পিড কন্ট্রোলার, বিএলডিসি মোটর, কার্বো মোটর, ছোট ফ্যান ও চাকা। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিমানটি উড়ানো ও নিয়ন্ত্রণ করা যায়।
প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে তৈরি এই বিমান নিয়ে অনুকূল বলেন, “ছোটবেলা থেকেই বিজ্ঞান-প্রযুক্তির প্রতি কৌতূহল কাজ করে। প্রায় দুই বছরের গবেষণা ও পরীক্ষার পর অবশেষে বিমানটি উড়াতে সক্ষম হয়েছি। তবে সঠিক সহযোগিতা পেলে আরও বড় উদ্ভাবন সম্ভব।”
অনুকূলের বাবা রনজিৎ রায় জানান,
“আমার সামর্থ্য সীমিত হলেও ছেলের স্বপ্ন পূরণে পাশে থাকার চেষ্টা করি। সম্প্রতি বিমান তৈরি করায় এলাকায় বেশ সাড়া পড়েছে। সংশ্লিষ্টরা নজর দিলে ছেলের স্বপ্ন আরও বড় পরিসরে বাস্তবায়িত হবে।”
স্থানীয় শিক্ষক পরাণ চন্দ্র রায় বলেন, এমন উদ্ভাবনীতে এলাকাবাসী গর্বিত।
এধরনের উদ্ভাবনী উদ্যোগ তরুণদের বিজ্ঞান-প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন,
“অনুকূলের এই উদ্ভাবনী সাফল্য প্রশংসনীয়। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা হবে।”
স্থানীয়দের মতে, অনুকূলের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো উপজেলার তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। এমন কাজে সংশ্লিষ্টদের ইতিবাচক সুদৃষ্টি প্রয়োজন।