Type Here to Get Search Results !

পীরগঞ্জে সরকারি মূল্যে সার পাচ্ছেনা কৃষক

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের কৃষকরা সরকারি মূল্যে সার কিনতে পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ ও অশান্তি বিরাজ করছে।
জানা গেছে, পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের ১৭৩টি গ্রামে কৃষকরা আমন ধান রোপন করেছে। বর্তমানে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা ধান রোপন করা ও ধান ক্ষেতে পরিচর্যা করার কাজে ব্যস্ত রয়েছে। ৫০ কেজির বস্তা ইউরিয়া সার সরকারি মূল্য ১৩৫০, এমওপি ১০০০, ডিএপি ১০৫০ ও টিএসপি ১৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারের নির্ধারিত মূল্যে কৃষকরা সার কিনতে পারছেনা। সরকারি মূল্যের চেয়ে ২০০-৫০০ টাকা বেশি দরে কৃষককে সার কিনতে হচ্ছে বলে শনিবার উপজেলার ভেমটিয়া গ্রামের কৃষক নুরুল হুদা, হেফজুর রহমান, ভাকুড়া গ্রামের শাহজালাল, জাবরহাট এলাকার সলেমান আলী, রঘুনাথপুর মুন্সিপাড়া এলাকার ইব্রাহিম, সিংগারোল গ্রামের আইয়ুব আলী সহ ২৪ জন কৃষক এ প্রতিনিধিকে বিষয়টি অবগত করেন।
সরকারি মূল্যে কৃষকরা সার কিনতে না পারলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে বলে কৃষক আইয়ুব আলী জানান। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসান জানায়, কৃষকদের কাছে সারের দাম বেশি নেওয়া হলে সার বিক্রেতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies