Type Here to Get Search Results !

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

আজম রেহমান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় সোমবার চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার রাণীশংকৈল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম (৩০) নামে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ করনাইট নতুন বস্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন কাশিপুর ইউনিয়নের ভানোর গ্রামের সলেমান আলীর ছেলে। আহতরা হলেন, মুকতারুল ইসলাম (৩৫), সুলতানা বেগম (২৮), সঞ্জয় রায় (২৫) এবং অজ্ঞাত একজন। স্থানীয়দের বরাতে জানা যায়, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা তাদের শিশু সন্তানকে নিয়ে একটি মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গি উপজেলার উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিকে থেকে আসা মোটরসাইকেল আরোহী সঞ্জয় রায়ের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সবাই ছিটকে পড়ে যায় পাকা রাস্তার উপর। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং সঞ্জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন। অপর আহতরা উপেজলা স্বাস্ত্য কমেপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সঞ্জয় রায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies