Type Here to Get Search Results !

ঠাকুরগাওয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ ও আলোচনা সভা

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পুর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে এবং আস্থা প্রকল্পের সহযোগিতায় সোমবার বিকেলে ঠাকুরগাঁও টাউন ক্লাব হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক অ্যাড. মৌসুমি রহমান, বীর মুক্তিযোদ্ধা শঙ্কর কুমার দে, নাগরিক প্লাটফর্মের সদস্য মনোয়ারা বেগম প্রমুখ। এসময় জেলা নাগরিক প্লাটফর্মের সকল সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী জুলিয়া আক্তার। সভায় উপস্থিত সকলেই তাদের জুলাই গণঅভ্যুত্থানে নিজ নিজ অভিজ্ঞতা বিনিময় করে বিভিন্ন ঘটনার স্মৃতি চারণ করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies