এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. রিজওয়ানুল কবিরসহ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি।
সভায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র হালনাগাদ, নিয়ম মেনে সেবা প্রদান এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ইউএনও।