ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :“মাদকের থাবা থেকে নিজেকে বাঁচুন ও নিজের সন্তানকে রক্ষা করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হলো মাদকবিষয়ক সচেতনতামূলক ফলোআপ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শনিবার (২৪ আগস্ট ২০২৫ খ্রি.) বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস (বিওয়াইএফসি), বিরামপুর শাখা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের আঁকাআঁকির মাধ্যমে মাদকবিরোধী বার্তা সমাজে পৌঁছে দেয়। ছবিগুলোতে ফুটে ওঠে মাদকের কুফল, পরিবার ধ্বংসের চিত্র এবং সুস্থ জীবন গড়ার আহ্বান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু প্রতিভা বিকাশের সুযোগই দেয় না, বরং তাদের ভেতরে এক শক্তিশালী বার্তা পৌঁছে দেয়—মাদক থেকে দূরে থাকা এবং সমাজকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার।”
তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনের পাশাপাশি এ ধরণের সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমই শিক্ষার্থীদের মানসিক গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। মাদকবিরোধী সচেতনতায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই আগামী প্রজন্মকে রক্ষা করার অন্যতম উপায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক আজকের প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই পরিবার, বিদ্যালয়, প্রশাসন এবং সামাজিক সংগঠন সবার সমন্বিত উদ্যোগেই এ ভয়াবহ অভিশাপ মোকাবিলা করা সম্ভব।
অনুষ্ঠানের আয়োজক বিওয়াইএফসি-র কর্মকর্তারা জানান, তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবেন।
অভিভাবকরা মনে করেন, এ ধরণের প্রতিযোগিতা কেবল সৃজনশীলতাই নয়, বরং সামাজিক দায়বদ্ধতাও তৈরি করে শিক্ষার্থীদের মধ্যে।