এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : " অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসিব আহমেদ খান, উপকেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।