Type Here to Get Search Results !

বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি না থাকলেও মৎস্য খাতের সম্ভাবনা, সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য রাখেন মৎস্য চাষী সুজন এবং উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ধনঞ্জয় চন্দ্র রায় এবং উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা স্থানীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। গত ১৮ আগষ্ট হতে ২৪ আগষ্ট মৎস্য সপ্তাহের মূল্যায়ন , সমাপনী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী ও ৯ম থেকে ১০ম শ্রেণীর মোট ৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে বি.ওয়াই.এফ.সি’র উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি এ সময় উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের সফল সমাপ্তি ঘোষণা করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies