নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত মূল্য নেয়া, ক্লিনিক পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ নানা নিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা।
এসময় জরিমানা অর্থ নগদ প্রদান করেন ক্লিনিক কর্তৃপক্ষ।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ উপজেলা শহর ও কালীগঞ্জ বাজারের বেশকিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য না মেনে নিজেদের মনমত স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণ করে। অতিরিক্ত মূল্য নিয়ে মানুষের সাথে এক ধরনের প্রতারণা করছিল এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলছিল এসব প্রতিষ্ঠান। পরে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা।
এসময় দেবীগঞ্জ উপজেলা শহরের বোডিং পাড়া এলাকার মুম ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, দেবীগঞ্জ শহরের স্কয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা না রাখায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা লঙ্ঘনের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, দেবীগঞ্জ শহরের সাফিয়া ডায়াগনস্টিক এন্ড হেলথ সেন্টার প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা, অতিরিক্ত মূল্য নিয়ে স্বাস্থ্য পরীক্ষা সহ নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ বাজারে লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত মূল্য নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক অনার্স এ্যাসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্য পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়া, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ একাধিক অনিয়ম আমরা লক্ষ্য করেছি। তবে আমরা প্রাথমিকভাবে তাদেরকে জরিমানা করে সতর্ক করেছি। যদি তারা একই অপরাধ আবারও করে তাহলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। জনস্বার্থে আগামীতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।