Type Here to Get Search Results !

দেশ গঠনে মেধাবীদের ভূমিকা রাখতে হবে- আজারুল

আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বাংলাদেশ জামাআতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী ও বর্তমান নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বদরগঞ্জ ও তারাগঞ্জ এর গণমানুষের নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন । একটি সুন্দর বাংলাদেশ গঠনে মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অন্যথায় দেশ দুর্নীতিগ্রস্তদের অভয়ারণ্যে পরিণত হবে গতকাল ২৩ আগস্ট শনিবার বদরগঞ্জ অডিটরিয়ামে এসএসসি পরীক্ষায় এ প্লাসধারী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জনাব এটিএম আজারুল ইসলাম বলেন ব্রিটিশদের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা বর্তমান আমাদের দেশে চালু থাকায় শিক্ষার্থীরা নৈতিক এবং আদর্শবান ও ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তিনি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা সম্পন্ন শিক্ষা অর্জনের জন্য ছাত্রশিবিরের অংশগ্রহণের আহ্বান জানান । এটিএম আজহারুল ইসলাম বলেন আমাদের শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষা না থাকায় আজকের মেধাবীরা দুর্নীতিগ্রস্ত হয়ে গড়ে উঠছে। তারা বাবা-মার সঙ্গে খারাপ আচরণ করছে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে । আজাহার বলেন আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা না থাকলে সেই শিক্ষা শিক্ষা নয় । সে শিক্ষিত নামের মূর্খ , আবু জেহেল শিক্ষিত ছিল কিন্তু ধর্মীয় ও নৈতিক শিক্ষা না থাকায় সে মূর্খদের পিতা হয়েছে । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে । পৃথিবীতে কোন ধর্মই মানুষকে অন্যায়, দুর্নীতিগ্রস্ত ও খারাপ কাজ শেখায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম বলেন ভারত আমাদের সীমানার কাছে মাদকের কারখানা তৈরি করে আমাদের দেশে মাদক পাচার করে যুব সমাজকে ধ্বংস করছে আমাদেরকে এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে, অন্যথায় আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হবে । তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনার ছেলে এবং মেয়েকে বাংলা ইংরেজি ও আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন। এক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্র-ছাত্রীদের আদর্শবান, নৈতিকতা সম্পন্ন, আল্লাহ ভীরু ও দেশ প্রেমিক হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পালন করছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies