Type Here to Get Search Results !

পঞ্চগড়ে ‘ধ্রুবতারা’র ব্যতিক্রমধর্মী আয়োজন

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : তরুণদের নেতৃত্বে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষে এবং আগামীর বাংলাদেশে ন্যায়বিচার, অধিকার এবং সংস্কারের জন্য ভবিষ্যতে যুবসমাজের করণীয় শীর্ষক দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে। শনিবার (২৩ আগস্ট) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ধ্রুবতারা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি জেলার পাঁচ উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ৩ শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা, দ্বায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ৫টি গুরুত্বপূর্ণ সেশনের আয়োজন করা হয়। প্রতিটি সেশনেই উঠে আসে তরুণদের নেতৃত্বে পরিবর্তনের বাস্তবসম্মত ভাবনা, উদ্যোগ, আগামীর করণীয়। তরুণদের নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা ও যুবসমাজের সৃজনশীলতা বিকাশে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এসময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মূখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বোদা উপজেলার আহ্বায়ক শিশির আসাদ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies