আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের
সাহেবগঞ্জ এলাকা থেকে ২৭ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার ও নগদ অর্থ সহ মাদক ব্যবসায়ীকে
আটক করে থানায় হস্তান্তর করা হয়।
গত শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বদরগঞ্জ-তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মা'আরিয
বিন বাশার এবং লেফটেন্যান্ট মো: নাজমুল হোসেন মানিকের নেতৃত্বে নিয়মিত সেনা টহলটিম সেনা
ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রাজেকুল ইসলামের সহযোগিতায় নাগেরহাট বন্দর এলাকায়
রাত ১২ থেকে রাত ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক
ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের আর্মি
ক্যাম্প ক্যাম্পের আওতাধীন নাগেরহাট ও সাহেবগঞ্জ বাজার এলাকার বিভিন্ন স্থানে চিরুনি তল্লাশি
চালিয়ে মাদক কারবারি নজরুল ইসলাম (৪০) এর কাছ থেকে ২টি বস্তায় ১৬০পিচ স্পিডের বোতল ভরা
২৭ লিটার দেশীয় চোলাইমদ বিক্রির সময় গ্রেফতার করে সেনাবাহিনী । এসময় অভিযানে মাদক
ব্যবসায়ীর কাছে থাকা চোলাইমদ বিক্রির নগদ অর্থ ১,৬৬,৯০০ টাকা ৪টি বাটন মোবাইল ফোন জব্দ
করা হয়। গ্রেফতার কৃত মাদক কারবারি হলেন, রংপুরের মিঠাপুকুর থানার চক দুর্গাপুর দুলারহাট
এলাকার ফজলউদ্দিন ছেলে নজরুল ইসলাম।
তিনি দির্ঘদিন থেকে এই চোলাই মদের ব্যবসা করে
আসছে তার নামে আরো একটি মাদক মামলা রয়েছে। চোলাই মদের কারবারি নজরুল ইসলামকে আটকের
পর সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বদরগঞ্জ থানায় হস্তান্তর করে।
বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে
মাদক মামলা হয়েছে। মাদক করবারি নজরুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
শনিবার তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রারণ করা হয়েছে। লোহানীপাড়া ইউনিয়নের
সাহেবগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম রানা, সুব্রত আলী সহ অনেকেই বলেন, নজরুল অনেক দিন
ধরেই মদের ব্যবসা করে আসছে । সেনাবাহিনীর এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে
বলে জানায় স্থানীয়রা।
বদরগঞ্জ-তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মা'আরিয বিন বাশার বলেন, মাদকবিরোধী নিয়মিত
অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদক নির্মূলে সামাজিকভাবেও সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ
হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানান।
তিনি আরোও বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে
সক্ষম হই।