ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : “জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত মূল অনুষ্ঠানটি ভার্চুয়ালি সম্প্রচার করা হয়। এতে শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শপথে বলা হয়, “আজ একটি মহান দায়িত্ব নিতে যাচ্ছি, যা শুধু একটি জাতীয় কর্তব্য নয় বরং একটি মানবিক ও ঐতিহাসিক আহ্বান। দুর্নীতি, বৈষম্য ও সহিংসতামুক্ত একটি মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
জুলাই গণঅভ্যুত্থনে আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপজেলা ছাত্র প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাশী ও ফাহিম সরকার স্মৃতিচারণ করেন সেই দিনগুলোর কথা।
অনুষ্ঠান শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।
শেষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।