Type Here to Get Search Results !

এস এস সি পরীক্ষার্থীনী অপহরণ : দুই মাস পর আসামি গ্রেফতার

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের কাহারোলে এস এস সি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে কাহারোল থানা পুলিশ জাকির হোসেন নামে একজনকে গতকাল ২৫ জুলাই গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ২৬ জুলাই শনিবার সকালে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে ।
জানা গেছে গ্রেফতারকৃত জাকির হোসেন বীরগঞ্জ উপজেলার ঝার বাড়ি নিউজ পোটলের পরিচালক ও প্রসাদ পাড়া গ্রামের মোঃ আরকান আলীর ছেলে জাকির হোসেন (২৭) জানা গেছে কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোঃ নীরব আলীর কিশোরী মেয়ে ২০ ২৫ সালের এস এস সি পরীক্ষার্থী ছিল, পরীক্ষার দ্বিতীয় দিনে অপহরণ হয়, এ ব্যাপারে কিশোরীর মা আকলিমা খাতুন গত ১৫ মে ২০২৫ কাহারাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন । গত ২৫ জুলাই ২০২৫ শুক্রবার বিকেলে কাহারোল বাজার কদমতলা মোড় থেকে কাহারোল থানার পুলিশআই এ কে এম সাব্বির হোসেন মামলার প্রধান আসামী জাকির হোসেন কে গ্রেপ্তার করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোঃ নীরব আলির ১৭ বছরের কিশোরী মেয়ে ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থী ছিল। মেয়ের মা আকলিমা খাতুন জানিয়েছেন কাহারোল ফিসারি গেটের সামনে থেকে পরীক্ষার দ্বিতীয় দিন মেয়ে অপহরণ হয়। কাহারোল থানা পুলিশ উক্ত আসামি মোছাঃ মেরিনা আক্তার মিতু ২৮ কে গত ২৪ জুলাই গ্রেফতার করে।
তার স্বীকারোক্তিতে কাহারাল থানার পুলিশ মোবাইল প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর জেলার শ্রীপুর থানার পুলিশের সহায়তায় তেলিহাটা ইউনিয়নের টেপির বাড়ি পাড়ার মোছাঃ ফিরোজা বেগমের ভাড়া বাসা থেকে কিশোরীকে পুলিশ উদ্ধার করে।
উদ্ধারের পর কিশোরী তার জবানবন্দীতে জানিয়েছেন আসামি মেরিনা আক্তার মিতুর সহায়তায় ধর্ষক মোঃ জাকির হোসেন তাকে বিভিন্ন স্থানে ২ মাস আটক রেখে যৌন নিপীড়ন চালায়। গাজীপুরের নবীর রিসোর্টে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করে।
কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, মামলা তদন্ত ও এজাহার নামীয় আসামীর স্বীকারোক্তিতে ঘটনার প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies