Sunday, November 5, 2023

পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে গ্রেফতার- ৩

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রবিবার ভেলাতৈড় কালীরহাট নামক স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জন কে পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, ৮নং দৌলতপুর ইউনিয়নের নানুহার গ্রামের হাসান আলী এর পুত্র শামীম আহম্মেদ (২৮) একই ইউনিয়নের মল্লিকপুর বলাইহাট গ্রামের মতিয়ার রহমান এর পুত্র আসাদুল ইসলাম (৩৬), ৫নং সৈয়দপুর ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের সৈয়দ আলীর পুত্র সহিদুল ইসলাম (৪৫) রবিবার ভোর রাতে ঠাকুরগাঁও গামী পাকা সড়কে কালীরহাট এলাকায় নাশকতার উদ্দেশ্যে মালবাহী ট্রাককে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই সময় মালবাহী চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণ হয়ে বিকট শব্দ হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
পীরগঞ্জ থানা পুলিশ বিশেষ কৌশলে ওই ৩ নাশকতা কারীকে গ্রেফতার করেছে। রবিবার তাদের বিরুদ্ধে 
পীরগঞ্জ থানায় মামলা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ ও ডিএসবি সাব ইন্সপেক্টর মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন