Home » » বিরামপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এমপি শিবলী সাদিক

বিরামপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এমপি শিবলী সাদিক

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, November 6, 2023 | 11/06/2023 07:29:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বিএনপি, জামাত-শিবির সমাবেশের নামে নৈরাজ্য, নৃশংসতা, পুলিশ ও সাংবাদিক হত্যা, পুলিশ হাসপাতালে ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা,জ্বালাও পোড়াও এর প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন বিরামপুর উপজেলা আওয়ামীলীগ।
সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ বিরামপুর উপজেলা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিরামপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরামপুর উপজেলা কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলীর সঞ্চালনায় বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু শিবেশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিরামপুর ঢাকামোড় গোল চত্বরে বিএনপি, জামাত-শিবির সমাবেশের নামে নৈরাজ্য, নৃশংসতা, পুলিশ ও সাংবাদিক হত্যা, পুলিশ হাসপাতালে ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা,জ্বালাও পোড়াও এর প্রতিবাদে এবং অযৌত্তিক হরতাল ও অবরোধ প্রতিরোধে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু,বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা প্রীতিময় হোসেন পলাশ, পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত আলী, খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্য রঞ্জন পাহান,দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খায়রুল আলম (মুকুট) বিরামপুর কলেজ ছাত্র লীগের সভাপতি সোয়াইব মন্ডল, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাজু চৌধুরী, এহসানুল হক, এবং খানপুর ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্থরের নেতা- কর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।