আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে ও পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিএমজেড ও নেটস বাংলাদেশের অর্থায়নে এবং পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের আয়োজনে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ এবং মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ তালবীজ রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী এম.এ মুকিম চৌধুরী, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল কাদের, জোড়াবাড়ী ইউপি সচিব মাহবুবর রহমান, পল্লীশ্রী পরিবেশ প্রকল্প ডোমার ইউনিট অফিসের উপজেলা সমন্বয়কারী শামসুল হক, অ্যাডভোকেসি এসিস্ট্যান্ট ঊম্মে হুমায়রা মৌ, ফিল্ড ফ্যাসিলিটেটর এলিজা কিস্কুসহ স্থানীয় সুধীমহল এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তালগাছ ও তালবীজ রোপণের উপকারিতা এবং পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তালগাছের অবদানসহ এর বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন।