Home » » পীরগঞ্জে ট্যাবলেটসহ গ্রেফতার ২ : প্রাইভেট কার জব্দ

পীরগঞ্জে ট্যাবলেটসহ গ্রেফতার ২ : প্রাইভেট কার জব্দ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, October 10, 2023 | 10/10/2023 11:08:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ মাদক হিসেবে ব্যবহার করা ব্যাথা নাশক, উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট সহ ২ জন কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিরহলী পাকা সড়কে ১০০ পিচ নিষিদ্ধ ও ব্যাথা নাশক টাপেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। ওই সময় ট্যাবলেট বহন কারী লাল রংয়ের একটি প্রাইভেট কার জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
গুয়াগাঁও গ্রামের আব্দুর রহমান এর পুত্র মিজান (৩৮), একই গ্রামের নাসির উদ্দীন এর পুত্র লিয়ন (৩৫) প্রাইভেট কারে এসব ট্যাবলেট বহন করার সময় পীরগঞ্জ থানার এসআই সজল বসাক, এএসআই অশোক, এএসআই শফিক ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিরহলী পাকা সড়কে প্রাইভেট কারটি আটক করেন। তাদের তল্লাশি করে ১০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মিজান ও লিয়নকে গ্রেফতার করেন। 
থানায় আটককৃত মিজান ও লিয়ন জানান ট্যাবলেট গুলো ৫নং সৈয়দপুর ইউনিয়নের মফিজুল ও সুমন তাদেরকে দিয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।