Friday, October 6, 2023

পীরগঞ্জে সামাজিক সম্প্রতি সভা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।
এ উৎসবকে শতভাগ উৎসব মুখর ও নিরাপদ করতে বৃহস্পতিবার সকাল ১১ টায় পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে উপজেলা সামাজিক সম্প্রতি কমিটি কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণীর পেশার বিপুল সংখ্যক লোকজন নিয়ে এক সভার আয়োজন করেন।
সভায় দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইলসাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পূজা উদ্যাপন ঠাকুরগাঁও জেলার কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, পীরগঞ্জ পূজা উদ্যাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পীরগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।

শেয়ার করুন