শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশের উদ্দ্যোগে থানা চত্বরেবৃহস্পতিবার সকাল ১০ টায় গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত হয়।
গ্রাম পুলিশরা ঠাকুরগাঁও পুলিশ সুপারের সাথে সরাসরি কথা বলতে পেরে তারা খুব খুশি। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করা, কর্ম দক্ষতা বৃদ্ধি ও জীবন যাত্রার মান উন্নয়নে তাদের দিক নির্দেশনা ও পরামর্শ দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
ওই সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ, পুলিশ বাহিনীর সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।