ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে কলেজ -মাদ্রাসা শিক্ষক পরিষদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কলাবাগান সংলগ্ন মুসা টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে সকাল ১১ ঘটিকায় আঃ হান্নান অধ্যক্ষ (কাটলা ডিগ্রী কলেজ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে কলেজ - মাদ্রাসা শিক্ষক পরিষদের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ১১,দিনাজপুর-৬ এর এমপি শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা,বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কলেজ -মাদ্রাসা শিক্ষক পরিষদের আহ্বায়ক জিয়াউল ইসলাম, সদস্য সচিব এসএম আলমগীর, উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য কুমার অপু, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, পাউশগাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মামুনুর রশীদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন,বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার ইসলামসহ অনেকে।
প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি কলেজ-মাদ্রাসা পরিষদের সার্বিক উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।