Home » » খানসামায় কায়রা ফাউন্ডেশনের ইফতার ও সেহরী বিতরন

খানসামায় কায়রা ফাউন্ডেশনের ইফতার ও সেহরী বিতরন

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 10, 2023 | 4/10/2023 05:56:00 PM

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় ৮টি হাফেজিয়া মাদ্রাসার ৩০০ ছাত্রের মাঝে কায়রা ফাউন্ডেশনের উদ্দ্যোগে ইফতার ও সেহরী বিতরন করা হয়েছে। গত বুধবার হতে রবিবার পর্যন্ত ৫দিনে খানসামা উপজেলা কায়রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বারের তত্বাবধানে ও নেতৃত্বে উপজেলার তেবাড়িয়া ঈদগাহ হাফেজিয়া এতিমখানা লিল্লাহ বোডিং মাদ্রাসা, গোবিন্দপুর হাফেজিয়া মাদ্রাসা, দারুল হুদা নিজামিয়া কওমি মাদ্রাসা, দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা, পুলহাট হাফিজয়া মাদ্রাসা, ভুল্লীরবাজার হাফিজিয়া মাদ্রাসা, বেগম অফেজা হাফিজিয়া মাদ্রাসা ও উত্তর রামকলা হাফিজিয়া মাদ্রাসায় এসব ইফতার ও সেহরী বিতরণ করা হয়। এ বিষয়ে খানসামা উপজেলা কায়রা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ আব্দুল জব্বার জানান, তৃপ্তি সহকারে হাফেজ ছাত্রদের সাথে ইফতার সুসম্পন্ন এবং তাদের সেহরী খাবার প্রদান করায় কায়রা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা রইলো। আমাদের এ ধরনের কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।