Home » » পীরগঞ্জে অগ্নিকান্ডে ৮ গরুর মৃত্যু

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৮ গরুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 10, 2023 | 4/10/2023 06:01:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নে সিংগারোল (দহগাঁ) গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারে ৮ টি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, সোমবার গভীর রাতে ওই গ্রামের মফিজুল ইসলাম (৪১) তার বাড়ির গরু রাখার ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং ৮টি বড় আকারের গরু মারা যায়।
অগ্নিকান্ডে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি ৩টি ঘরে আগুন লেগে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সহ মোট ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে  মফিজুল ইসলাম জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে।