Home » » পীরগঞ্জে ১২১ আদিবাসী পরিবারের মাঝে ভেড়া বিতরণ

পীরগঞ্জে ১২১ আদিবাসী পরিবারের মাঝে ভেড়া বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, March 31, 2023 | 3/31/2023 02:40:00 AM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ ১২১ জন আদিবাসী পরিবারের মাঝে ২টি করে ভেড়া বিতরণ করেছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের মাঝে বৃহস্পতিবার ২৪২ টি ভেড়া বিতরণ করেছে।
এসব ভেড়া লালন পালন করে আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই সরকার এই কর্মসূচি চালু করেছে। এ উপলক্ষ্যে হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রনজিৎ চন্দ্র সিংহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশারফ, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ সোহেল রানা, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, সংবাদকর্মী, সুশীল সমাজ ও আদিবাসী সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।