Type Here to Get Search Results !

চিলাহাটিতে ভুট্টায় বাম্পার ফলনের সম্ভবনা


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়াতে কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ দিয়েছেন। মাঠে মাঠে ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন।
সরজমিনে গিয়ে দেখা যায়, চিলাহাটি'র কেতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবুজে ছেয়ে গেছে ভুট্টার মাঠ। ধানের চেয়ে কম খরচে হয় ভুট্টার চাষ। একদিকে খরচ কম অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ।
প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ সাত থেকে আট হাজার টাকা। এক বিঘা জমিতে ৩৫ থেকে ৩৮ মণ ভুট্টা ঘরে তোলে কৃষকরা।
ভুট্টা পরিচর্যা করার সময় কয়েক কৃষক দাবি করেন, কৃষি অফিসের জনবল বৃদ্ধি করে ভুট্টা চাষে আরও সেবা দিলে, তারা আরও বেশি ভুট্টা উৎপাদন বৃদ্ধি করতে পারবে।
ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- চাষিরা যেন সঠিকভাবে ভুট্টা চাষ করতে পারে সে জন্য তাদের নানা পরামর্শ দিচ্ছি।