Type Here to Get Search Results !

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার বথপালিগাঁও হাড়িপাড়া গ্রামে বুধবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ওই গ্রামের দিনেশ চন্দ্র রায় ও বলয় চন্দ্র রায় এর বাড়ি সংলগ্ন ধানের খের/কারি গোখাদ্য হিসেবে মজুদ করা ছিল। উক্ত কারিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং বাড়ির ৩ টি কক্ষের সব মালামাল ভস্মীভৃত হয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বলয় চন্দ্র রায় বৃহস্পতিবার জানান। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
অপরদিকে বলয় চন্দ্র রায় এলাকার মহির উদ্দিন ওরফে ভোদ এই অগ্নিকান্ডের সাথে জড়িত বলে দাবি করে পুলিশের উদ্ধার্তন কর্তৃপক্ষকে বলয় চন্দ্র রায় জানায়। ফলে, দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করছে।
বিভাগ