Header Ads Widget

পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা

শেখ সমশের লী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : সোমবার পীরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।
ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনের সহায়তায় দীর্ঘদিন ধরে এলাকায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে কাজ করছে।
৬নং পীরগঞ্জ ইউনিয়নকে আনুষ্ঠানিক ভাবে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত ঘোষণা করেন সংস্থাটি। ওই ইউনিয়নের ২৬ জন শিশু, ২৪ জন স্কুলগামী শিক্ষার্থীকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্ত করেছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন - উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ৬নং ইউ’পি চেয়ারম্যান মকলেসুর রহমান চৌধুরী, ইএসডিও - সিএলএমএস প্রকল্প সমন্বয় কারী মোস্তফা কামাল, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ওই প্রকল্পের পীরগঞ্জ উপজেলা ম্যানেজার অগ্নি শিখা, সিডব্লিউজি কমিটির সদস্যবৃন্দ, ট্রেড ইউনিয়নের নেতা-কর্মী, শিশুর অভিভাবক, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।