Home » , » চিলাহাটির ভোগডাবুড়ী ইউপিতে মিলছে উগান্ডা'র জন্ম নিবন্ধন সনদ

চিলাহাটির ভোগডাবুড়ী ইউপিতে মিলছে উগান্ডা'র জন্ম নিবন্ধন সনদ

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 13, 2023 | 3/13/2023 02:28:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদে মিলেছে উগান্ডায় বসবাসকারীর জন্ম সনদপত্র।
এ ঘটনাটিকে নিয়ে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় উঠেছে। পরে অনলাইন জন্ম নিবন্ধনের সার্ভার থেকে তা দ্রুত উগান্ডা থেকে বাংলাদেশী সংশোধন করে ফেলে কর্তৃপক্ষ। তবে বিষয়টি কর্তৃপক্ষ অনলাইন সার্ভারের ভুলের কথা স্বীকার করেন।
কিন্তু বাংলাদেশী নাগরিককে জন্ম নিবন্ধন সনদে কিভাবে উগান্ডা নাগরিক পরিচয়ে জন্ম নিবন্ধন সনদ প্রস্তুতকারী এবং যাচাইকারী কি দেখে স্বাক্ষর করল তা নিয়ে অভিজ্ঞ মহলের মনে প্রশ্ন উঠেছে।
জানা গেছে- চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের মনসুর আলীর কন্যা সুবর্ণা আক্তার মিম এর গত ৮/১২/২০২২ সালে একটি জন্ম নিবন্ধন সনদ প্রদান করে ভোগড়াবুড়ী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। যাতে ইউপি মহিলা সদস্য আফরোজা আক্তার মায়া যাচাই করার পর সচিব মাহবুবুর রহমান কোন কিছু দেখাশোনা না করেই উক্ত সনদটি প্রস্তুত করে সিল স্বাক্ষর করেন।
অভিজ্ঞ মহলের মনে প্রশ্ন উঠেছে এভাবে দুইজন অভিজ্ঞ ব্যক্তি কিভাবে কোন কিছু যাচাই-বাছাই না করে বাংলাদেশী নাগরিককে উগান্ডার নাগরিক হিসাবে পরিচিতি দিয়ে স্বাক্ষর করলেন।